Home » India vs Zimbabwe : অভিষেকের বিধ্বংসী শতরান, জিম্বাবোয়েকে হারিয়ে সিরিজে সমতা ভারতের

India vs Zimbabwe : অভিষেকের বিধ্বংসী শতরান, জিম্বাবোয়েকে হারিয়ে সিরিজে সমতা ভারতের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৮ জুনঃ জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে প্রত্যাবর্তন ভারতের। গত শনিবার সিরিজের প্রথম ম্যাচে শুভমন গিলদের হারতে হয়েছিল ১৩ রানে। জিম্বাবোয়ের দেওয়া ১১৩ রান তাড়া করতে নেমে ১০০ রানেই শেষ হয়ে গিয়েছিল ভারতের ইনিংস। রবিবার হারারের সেই মাঠে ভারত ম্যাচ জিতল ১০০ রানের বিশাল ব্যবধানে। ভারতের হয়ে শতরান করলেন অভিষেক শর্মা। অর্ধশতরান করলেন রুতুরাজ গোয়কোয়াড। ব্যাট হাতে ঝড় তুললেন রিঙ্কু সিংও। সব মিলিয়ে দাপটের সঙ্গে ম্যাচ জিতল ভারত।

প্রথম ম্যাচে দলে একটি পরিবর্তন করেছিল ভারত। খলিল আহমেদের পরিবর্তে সাই সুদর্শনকে দলে রাখা হয়েছিল। আন্তর্জাতিক টি-টোয়েন্টির অভিষেক ম্যাচে যদিও ব্যাট করতে নামতে হল না তাঁকে।  কারণ ভারতের টপ অর্ডারে প্রায় সকলেই রান পেলেন। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক শুভমন গিল। প্রথম ম্যাচে রান পেলেও এই ম্যাচে তিনি রান পেলেন না। ব্লেসিং মুজারাবানির বলে ২ রানে আউট হয়ে ফেরেন। শুভমনের আউটের পর যখন মনে হয়েছিল আবার ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়তে হবে ভারতকে, তখন দলকে নির্ভরতা দিলেন অভিষেক শর্মা ও রুতুরাজ গায়কোয়াড। ১৩৭ রানের জুটি গড়লেন দুজনে। নিজের দ্বিতীয় টি-টোয়ন্টি আন্তর্জাতিক ম্যাচে শতরান করলেন অভিষেক শর্মা। ৪৬ বলে নিজের শতরান পূর্ণ করেন তিনি। ৭ টি চার ও ৮ টি ছয় আসে অভিষেকের ব্যাট থেকে। মন্থর শুরু করেও শেষের দিকে আগ্রাসী ব্যাটিং করলেন রুতুরাজ। ৪৭ বলে ৭৭ রান করে অপরাজিত রইলেন তিনি। ১১ টি চার ও ১ টি ছয় মারেন। ২২ বলে ৪৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন রিঙ্কু সিং। তিনিই শেষ পর্যন্ত অপরাজিত রইলেন। তাঁর ব্যাট থেকে এল ২ টি চার ও ৫ টি ছয়। নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২৩৪ রান করে ভারত।

আরও পড়ুনঃ Copa America 2024 : পানামাকে হারিয়ে কোপার সেমিতে উরুগুয়ের সামনে ২৭ ম্যাচে অপরাজিত কলম্বিয়া

রান তাড়া করতে নেমে ১৩৪ রানে শেষ হয়ে যায় জিম্বাবোয়ের ইনিংস। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ রান করেন ওয়েসলি মাধেভেরে। ৩৯ বলে ৪৩ রান করেন তিনি। শেষের দিকে ২৬ বলে ৩৩ রান করেন লুক জঙ্গুয়ে। এছাড়া ৯ বলে ২৬ রান করেন ব্রায়ান বেনেট। ১ টি চার ও ৩ টি ছয় মারেন তিনি। আর কোনও ব্যাটার উল্লেখযোগ্য রান করতে পারেননি। ভারতের হয়ে তিনটি করে উইকেট পেয়েছেন মুকেশ কুমার ও আবেশ খান। দুটি উইকেট পান রবি বিষ্ণোই। একটি উইকেট পেয়েছেন ওয়াশিংটন।

About Post Author