Home » চোপড়া কাণ্ডে মহম্মদ সেলিম ও অমিত মালব্যের বিরুদ্ধে এফআইআর দায়ের নির্যাতিতার

চোপড়া কাণ্ডে মহম্মদ সেলিম ও অমিত মালব্যের বিরুদ্ধে এফআইআর দায়ের নির্যাতিতার

সময় কলকাতা ডেস্ক, ৮ জুলাইঃ #চোপড়া কাণ্ডে নয়া মোড়। এবার সিপিএম নেতা মহম্মদ সেলিম এবং বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্যের বিরুদ্ধে চোপড়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ সুত্রে জানা গিয়েছে, গত ৩০ জুন চোপড়া থানায় তাঁর ভিডিও ভাইরাল করার অভিযোগে এফআইআর দায়ের করেছেন নির্যাতিতা মহিলা। এফআইআর নম্বর ৪৪৬/২৪, তারিখ ১/৭/২৪। সেই FIR-এর নথি প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন বিরোধীরা। 

আরও পড়ুন    CFL 2024 : সায়নের জোড়া গোলের সুবাদে ঘরের মাঠে পিছিয়ে পড়েও জর্জ টেলিগ্রাফকে হারাল ইস্টবেঙ্গল

প্রসঙ্গত, উত্তর দিনাজপুরের #চোপড়ায় তরুণ-তরুণীকে মাটিয়ে ফেলে গণপিটুনির ঘটনায় তোলপাড় সারা রাজ্য। রবিবার সকালে চোপড়ার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের দীঘলগাঁও এলাকার শালিশী সভায় বিবাহ বর্হিভূত সম্পর্কের অভিযোগে এক যুগলকে অমানবিকভাবে মাটিতে ফেলে মারধরের ঘটনা ঘটে। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় রাজ্য-রাজনীতিতে। এই ঘটনায় ইতিমধ্যে রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল। গত রবিবারই প্রকাশ্যে এসেছে চোপড়ার ‘নীতি পুলিশি’র ভিডিও। তাতে দেখা যায়, এক তরুণ এবং এক তরুণীকে রাস্তায় ফেলে একছড়া কঞ্চি দিয়ে বেধড়ক মারছেন এক ব্যক্তি। মার খেতে খেতে বিশ্রস্ত অবস্থায় প্রায় গুটিয়ে যাওয়া তরুণীকে চুলের মুঠি ধরে টেনে এনে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে আবার চলছে মার। স্থানীয় সূত্রে জানা যায়,আক্রান্ত ওই তরুণ-তরুণী চোপড়ার লক্ষ্মীপুর গ্রামের দীঘলগাঁও এলাকার বাসিন্দা। তাঁদের মধ্য়ে বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। অভিযোগ, এই সম্পর্কের কথা জানাজানি হতেই ডাকা হয় সালিশি সভা। তাতে মুখ্য ভূমিকা ছিল স্থানীয় তৃণমূল বিধায়ক হামিদুর রহমানের ঘনিষ্ঠ দাপুটে নেতা জেসিবির। তিনি ইনসাফ সভার নামে এমন সালিশি সভা আগেও ডেকেছেন। একটি ভিডিও পোস্ট করে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম লেখেন, ‘সালিশি সভার নাম করে, অপরাধের বিচার করে শাস্তি দিচ্ছে তৃণমূলের পোষা গুন্ডা। তার ডাকনাম জেসিবি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে এ ভাবেই বিচার ব্যবস্থা গুঁড়িয়ে যাচ্ছে চোপড়ায়।’ কড়া সমালোচনা করে বিজেপিও। সমালোচনার মুখে পড়ে তড়িঘড়ি তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। গ্রেফতার করা হয় তৃণমূল নেতা তাজিমুল ওরফে জেসিবিকে। তাঁকে জেরা করেই দিঘলগাঁও এর পার্শ্ববর্তী নাককোটি গ্রাম থেকে পুলিশ গ্রেফতার করে আমিরুল ইসলামকে।

#Latestbengalinews

# বিজেপিআইটিসেলেরপ্রধানঅমিতমালব্য 

# BJPITcellchiefAmitMalviya 

#MohammadSalim 

#মহম্মদসেলিম

About Post Author