সময় কলকাতা ডেস্ক, ৯ জুলাই : যেমনটা আভাস ছিল ঠিক তাই হল। রাহুল দ্রাবিড়ের ভারতীয় হেড কোচ হিসেবে যুগের অবসানে শোনা গিয়েছিল তাঁরই নাম। এদিন ভারতীয় ক্রিকেট বোর্ড সরকারি সিলমোহর দিল,গৌতম গম্ভীর এখন থেকে ভারতের হেড কোচ।
রাহুল দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হয়ে গৌতম গম্ভীর ভারতের পরবর্তী প্রধান কোচ হবেন সেই ঘোষণা হয়ে যায় মঙ্গলবার সন্ধ্যেবেলা। রাহুল দ্রাবিড় ভারতের T20 বিশ্বকাপ 2024 বিশ্বকাপ জয় দিয়ে তাঁর ভারতীয় কোচিংয়ে তার কোচিং মেয়াদ শেষ করেছিলেন।অতঃপর শুরু গম্ভীর জামানা। বিসিসিআই সেক্রেটারি জয় শাহ এক্স (আগের টুইটার) এর মাধ্যমে এই ঘোষণা করেছেন।
এই মাসের শেষের দিকে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি নিয়ে শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন গৌতম গম্ভীর। গম্ভীরের প্রথম দায়িত্ব হবে সাদা বলের সফর। লাল বলে ভারতীয় ক্রিকেট দলের দায়িত্বভারেও তাকে পরবর্তীতে দেখা যাবে।
এক্স-এ গৌতম গম্ভীর বলেছেন , “ভারত আমার পরিচয় এবং আমার দেশের সেবা করাই আমার জীবনের সবচেয়ে বড় সুযোগ।”তিনি এও বলেছেন, “প্রত্যেক ভারতীয়কে গর্বিত করতে 1.4 বিলিয়ন ভারতীয়দের স্বপ্নের কাঁধে কাঁধ মিলিয়ে আমি এই স্বপ্নকে সত্যি করতে আমার সর্বশক্তি নিয়োজিত করব !”
More Stories
২০৩৬ এর অলিম্পিক অনুষ্ঠিত হতে পারে ভারতে!
কাকলি ঘোষ দস্তিদারের উদ্যোগে দিবারাত্র নকআউট ফুটবল টুর্নামেন্ট
সন্তোষ জয়ী ফুটবলারদের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিলেন মমতা