Home » ইউক্রেন যুদ্ধের আবহে প্রথম রাশিয়া সফরে মোদি , নৈশভোজে পুতিনের কাছে বিশেষ অনুরোধ প্রধানমন্ত্রীর

ইউক্রেন যুদ্ধের আবহে প্রথম রাশিয়া সফরে মোদি , নৈশভোজে পুতিনের কাছে বিশেষ অনুরোধ প্রধানমন্ত্রীর

সময় কলকাতা ডেস্ক, ৯ জুলাইঃ ইউক্রেন যুদ্ধের পর প্রথম দুদিনের রাশিয়া সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২২ তম ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণেই দুদিনের রাশিয়া সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার সকালেই তিনি রাশিয়ার উদ্দেশে রওনা দেন। মস্কো পৌঁছতেই রাজকীয়ভাবে অভ্যর্থনা পান তিনি। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী ডেনিস মনতুরভ। মোদিকে শুধু স্বাগত জানানোই নয়, হোটেল পর্যন্ত পৌঁছেও দেন তিনি।

আরও পড়ুন    বাগদায় রেকর্ড গড়তে পারবেন মধুপর্ণা ?

তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার জন্য মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। এরপর প্রবাসী ভারতীয়দের সঙ্গে বৈঠক সেরেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে পৌঁছে যান তিনি। দেখা হওয়া মাত্রই, দুজন দুজনকে জড়িয়ে ধরেন। পুতিনের বাসভবনে একান্ত নৈশভোজ সারেন মোদি। ২২ তম রাশিয়া-ভারত বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেবে দুই দেশ। এরপর ১০ জুলাই অস্ট্রিয়া সফরে যাবেন মোদি। গত ৪১ বছরের মধ্যে এটিই হতে চলেছে একজন ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম অস্ট্রিয়া সফর। তিনি অস্ট্রিয়ার প্রেসিডেন্টের সঙ্গে দেখা করবেন। তার আগে ভিয়েনাতেও প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেখা করবেন তিনি।

২০২২ সালে রাশিয়ার ইউক্রেনে সামরিক অভ্যুত্থানের পর এটাই প্রধানমন্ত্রীর প্রথম রাশিয়া সফর। জানা গিয়েছে, দুই দেশের রাষ্ট্রপ্রধানরা আঞ্চলিক ও বৈশ্বিক নানা ইস্যু নিয়ে আলোচনা-বৈঠক করবেন। সফরকালে মোদি ও পুতিন দুই দেশের মধ্যে বহুমুখী সম্পর্কের সমগ্র পরিসর নিয়ে পর্যালোচনা করবেন এবং পারস্পরিক স্বার্থের সমসাময়িক আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে একে অপরের সঙ্গে মত বিনিময় করবেন। প্রসঙ্গত, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাঝেই মোদির মস্কো সফর নিসন্দেহে কূটনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই সফরের দিকে তাকিয়ে পশ্চিমী দুনিয়া। নজর রাখছে আমেরিকা ও চিনও। যুদ্ধের আবহে সেই সম্পর্ক আরও মজবুত হয়েছে। আমেরিকা-ইউরোপের ‘রক্তচক্ষু’ উপেক্ষা করে মস্কো থেকে জ্বালানি কিনেছে ভারত। আমদানি হয়েছে সমরাস্ত্রও। এই পরিস্থিতিতে মোদির রাশিয়া সফর বেশ তাৎপর্যপূর্ণ।

#রুশপ্রেসিডেন্টভ্লাদিমিরপুতিন

#Latestbengalinews

#রাশিয়াসফরেমোদি

#PMModi’sRussiaVisit

About Post Author