সময় কলকাতা ডেস্ক, ৯ জুলাইঃ আপেক্ষিক আর্দ্রতা ক্রমশ অস্বস্তি বাড়াচ্ছে কলকাতায়। মঙ্গলবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিন দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকলেও তাপমাত্রার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। আলিপুর আবহাওয়া দফতর আরও জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টা শহর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মূলত মেঘলা থাকতে পারে। গত কয়েকদিনের ভ্যাপসা গরমে নাভিশ্বাস অবস্থা বঙ্গবাসীর। দক্ষিণবঙ্গে কবে থেকে শুরু হবে টানা বৃষ্টি? সেদিকেই তাকিয়ে বঙ্গবাসী। তবে, এদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বেশি থাকবে। কলকাতায় ধীরে ধীরে তাপমাত্রা বদলাতে থাকবে। আগামী বুধ-বৃহস্পতিবারের পর তৈরি হবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পরিস্থিতি। এদিকে, বিপদ সীমার ওপর দিয়ে বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গের একাধিকে জেলা।
আরও পড়ুন সন্দেশখালি মামলায় রাজ্যের আর্জি খারিজ সুপ্রিম কোর্টের, সিবিআই-ই তদন্ত করবে সন্দেশখালিতে
পূর্বাভাস বলছে, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, বর্ধমান সহ পশ্চিমের কিছু এলাকায় মৌসুমী বায়ুর প্রবেশ এখনও সেভাবে ঘটেনি। আগামী দুদিনের মধ্যে দক্ষিণবঙ্গের বাকি এলাকাতেও ঢুকে পড়তে পারে মৌসুমী বায়ু। আজ সকাল থেকেই আকাশের গুমোট ভাব। আপাতত তাপমাত্রা খুব একটা নামার আর সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস থাকবে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫৫ থেকে ৮৯ শতাংশ।
হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। রাজ্যে সোমবার বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে। সেইসঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। কলকাতা ও সংলগ্ন জেলা গুলিতে এই অস্বস্তি বেশি অনুভূত হবে। তবে, বুধবার থেকে আবারও বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হবে। সেইসঙ্গে বইতে পারে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া। আগামী দুদিন পশ্চিমের তিন জেলা পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়াতে তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং ও জলপাইগুড়ি জেলাতে বৃষ্টি চলবে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতাও রয়েছে।
#Latestbengalinews
#Weatherreport
More Stories
তাপপ্রবাহের সতর্কতার মাঝেই চলতি সপ্তাহে মরশুমের প্রথম কালবৈশাখীর বার্তা
বায়ু দূষণে গোটা পৃথিবীতে ভারত বর্ষ পঞ্চম স্থানে, ক্রমশ বাড়ছে উদ্বেগ
ঝেঁপে নামল শিলাবৃষ্টি, হাঁসফাঁস গরমে বাঁকুড়ায় কিছুটা স্বস্তি