Home » মর্মান্তিক দুর্ঘটনা বিহারে! অটোর সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে শিশু-সহ মৃত ৬

মর্মান্তিক দুর্ঘটনা বিহারে! অটোর সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে শিশু-সহ মৃত ৬

সময় কলকাতা ডেস্ক, ৯ জুলাইঃ সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনা বিহারের বেগুসরাইয়ে। অটোর সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ৬ জনের। গুরুতর আহত আরও ৩। আহতদের উদ্ধার করে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছরিয়ে পড়েছে গোটা এলাকায়।

আরও পড়ুন   ইউক্রেন যুদ্ধের আবহে প্রথম রাশিয়া সফরে মোদি , নৈশভোজে পুতিনের কাছে বিশেষ অনুরোধ প্রধানমন্ত্রীর

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৩১ নম্বর জাতীয় সড়ক ধরে সিমারিয়া থেকে জিরোমাইলের দিকে যাচ্ছিল অটোটি। ঠিক সেসময়ই ঘটে যায় বিপত্তি। রতন চকের কাছে একটি গাড়ির সঙ্গে মুখমুখি সংঘর্ষ হয় অটোর। কার্যত দুমড়ে মুচড়ে যায় অটোটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক শিশু-সহ ৬ জনের। ঘটনায় গুরুতর আহত হন আরও ৩ জন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক শোরগোল পড়ে যায় গোটা এলাকাজুড়ে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

আরও পড়ুন   CFL 2024 : সায়নের জোড়া গোলের সুবাদে ঘরের মাঠে পিছিয়ে পড়েও জর্জ টেলিগ্রাফকে হারাল ইস্টবেঙ্গল

যদিও এখনও পর্যন্ত মৃতদের কোনও পরিচয় পাওয়া যায়নি। জানা গিয়েছে, অত্যন্ত দ্রুত গতিতে ছুটছিল অটোটি। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় আটোর। যার জেরেই এত দুর্ঘটনা। এদিকে, ভয়াবহ এই দুর্ঘটনার খবর পেয়ে যুদ্ধকালীন তৎপরতায় ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। কীভাবে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটল, ইতিমধ্যেই সেই তদন্ত শুরু করেছে পুলিশ।

#Latestbengalinews

About Post Author