সময় কলকাতা ডেস্ক, ১০ জুলাই : খেলার ৯ মিনিটে গোল করে এগিয়ে গিয়েও লা রোজার তরুণ ব্রিগেডকে আটকাতে পারল না লে ব্লুজের অভিজ্ঞতায় সমৃদ্ধ দল। অপ্রতিরোধ্য স্পেন তাদের জয়ের ধারা অব্যাহত রাখল ফ্রান্সের বিরুদ্ধেও। ইয়ামাল, অলমোর দুরন্ত দুটি গোলের সুবাদে ২-১ গোলে ফ্রান্সকে হারিয়ে ইউরো ফাইনালে স্পেন।
বল পজেশান বা পাসিং সব দিক থেকে স্পেন এগিয়ে থাকলেও খেলা শুরুর পরে স্পেনের গতি ও শিল্পের বিরুদ্ধে ফ্রান্সকে এগিয়ে দিয়েছিলেন কোলো মুয়ানি। তাঁকে চামচে করে যেন বল সাজিয়ে দিয়েছিলেন এমবাপে। হেড করে গোল করেন কোলোমুয়ানি। ২১ মিনিটে এক অসামান্য গোলে সমতায় ফেরান সতেরো বছরের দোরগোড়ায় থাকা কিশোর ফুটবলার ইয়ামাল। সামনে পাঁচ ডিফেন্ডার ও মিডফিল্ডারের দেওয়াল টপকে তাঁর বাঁ পায়ের শট জড়িয়ে যায় জালে। এর চার মিনিটের মধ্যে গোল করেন দ্যানি অলমো । প্রথম অর্ধের আক্রমণাত্মক ফুটবল থেকে কিছুটা সরে এসে দ্বিতীয় অর্ধে ফ্রান্সের সামনে তাদের দুর্গের ঝাঁপ ফেলে দেয় স্পেন। এমবাপে গোল পান নি। গ্রিজম্যান, জিরুকে নামিয়েও কাজের কাজ হয় নি,আর গোল হয় নি। প্রথমার্ধের তিনটি গোলেই খেলার ভাগ্য নির্ধারণ হয়ে যায় ।
ইউরো ফাইনালে স্পেন ।আগামী ১৫ তারিখ ইউরো ফাইনালে স্পেনের প্রতিপক্ষ কে হবে জানতে আরও ২৪ ঘন্টা অপেক্ষা করতে হবে। নেদারল্যান্ড ও ইংল্যান্ডের মধ্যে সেমিফাইনালে কে জয়ী হয় সেদিকেই চোখ থাকছে ফুটবলপ্রেমীদের ।
আরও পড়ুন গৌতম গম্ভীরকেই কোচ বেছে নিল ভারতীয় বোর্ড
More Stories
স্কুলবাসের সঙ্গে ট্রেনের মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলেই মৃত্যু দুই পড়ুয়ার
মুর্শিদাবাদে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু দুই বন্ধুর!
স্কুলে শিক্ষক পদে চাকরির জন্য কবে থেকে আবেদন? লিখিত পরীক্ষা, ইন্টারভিউ কবে? জানাল এসএসসি