সময় কলকাতা ডেস্ক, ১১ জুলাইঃ অন্ধ্রপ্রদেশে আট বছরের এক শিশুকে গণধর্ষণের পর তার দেহ খালে ছুড়ে ফেলার অভিযোগ উঠল তিন কিশোরের বিরুদ্ধে। নৃশংস এই ঘটনাটি ঘটেছে অন্ধ্র প্রদেশের নন্দালের মুচ্ছুমারি গ্রামে। ইতিমধ্যেই তিন নাবালককে আটক করেছে পুলিশ। অভিযুক্তেরা ষষ্ঠ এবং সপ্তম শ্রেণিতে পড়ে বলে জানিয়েছে পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্ত ওই তিন নাবালক খেলতে নিয়ে যাওয়ার নাম করে শিশুটিকে একটি নির্জন স্থানে নিয়ে আসে। এরপর ৮ বছরের শিশুকে গণধর্ষণ করার অভিযোগ ওঠে। তারপর জানাজানি হওয়ার ভয়ে খুন করে শিশুকন্যাকে ফেলে দেওয়া হয় খালে।
আরও পড়ুন সকাল ১১ টা পর্যন্ত বাংলার চার কেন্দ্রে ভোটের গড় হার ২৪.২০ শতাংশ, ভোটদানের হারে এগিয়ে রাণাঘাট দক্ষিণ
পুলিশ সূত্রে খবর, রবিবার বাড়ের কাছেরই মুছুমারি পার্কে খেলতে গিয়েছিল ওই শিশুটি। সন্ধ্যা হয়ে যাওয়ার পরেও সে বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবার। শিশুটির বাবা-মা এলাকায় খোঁজাখুঁজি করে না পেয়ে শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হন। গত রবিবার থানায় একটি ডায়েরি করেছিলেন মৃতার বাবা। এরপরই ঘটনার তদন্তে নামে পুলিশ। শিশুটিকে খুঁজতে স্নিফার ডগও নিয়ে আসা হয়। কুকুরটিই পুলিশকে ওই তিন কিশোরের কাছে নিয়ে যায়।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মাঠে খেলতে নিয়ে যাওয়ার টোপ দিয়ে শিশুটিকে একটি নির্জন স্থানে নিয়ে যায় তিন নাবালক। সেখানেই প্রথমে গণধর্ষণ করা হয় তাকে। এরপর জানাজানি হওয়ার ভয়ে খুন করে শিশুটির মৃতদেহ স্কুল সংলগ্ন একটি পচা খালে ফেলে দেয়। ইতিমধ্যেই তিন অভিযুক্ত নাবালককে আটক করেছে পুলিশ। প্রত্যেকেই গোটা ঘটনাটি পুলিশি জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলেই সূত্রের খবর। তবে, এখনও পর্যন্ত মৃত শিশুর দেহ উদ্ধার করা যায়নি। খালে ডুবুরি নামিয়ে এবং স্নিফার ডগ এনে চলছে মৃতদেহের খোঁজ।
#Gangrape
#Latestbengalinews
More Stories
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন এআর রহমান, বুকে ব্যথা নিয়ে ভর্তি হয়েছিলেন অস্কারজয়ী শিল্পী
বোর্ডের নতুন ফতোয়া নিয়ে ক্ষোভ প্রকাশ বিরাটের!
মাওবাদীদের সঙ্গে যোগাযোগের কারণে ইউএপিএ ধারায় গ্রেপ্তার ২ বনরক্ষী, আতঙ্কে কাজ করতে আগ্রহী নয় বনরক্ষীরা