Home » রাতের শহরে ফের ভয়াবহ দুর্ঘটনা! পুলিশের নাকা তল্লাশি এড়াতে বেপরোয়া গতিতে ছুটল গাড়ি, আহত তিন পুলিশ, ধৃত চালক

রাতের শহরে ফের ভয়াবহ দুর্ঘটনা! পুলিশের নাকা তল্লাশি এড়াতে বেপরোয়া গতিতে ছুটল গাড়ি, আহত তিন পুলিশ, ধৃত চালক

সময় কলকাতা ডেস্ক, ১১ জুলাই : রাতের শহরে ফের ভয়াবহ দুর্ঘটনা। পুলিশের নাকা তল্লাশি এড়াতে শহরে বেপরোয়া গতিতে ছুটল গাড়ি। বুধবার রাতে কলকাতার ক্যামাক স্ট্রিট এলাকায় বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় তিন পুলিশকর্মী-সহ পাঁচ জন আহত হয়েছেন। গাড়ি চালককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে।

আরও পড়ুন  Copa America 2024 : অবশেষে গোল ফিরল মেসির পায়ে, কানাডাকে হারিয়ে কোপার ফাইনালে আর্জেন্টিনা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শেক্সপিয়ার সরণি থানায় ক্যামাক স্ট্রিট ও মিডিলটন রোডের ক্রসিং-এ নাকা চেকিংয়ের সময় দুর্ঘটনাটি ঘটেছে। এদিন রাতে ওই এলাকায় নাকা চেকিং করছিলেন কলকাতা পুলিশের আধিকারিকরা। একটি গাড়ি আটকাতে যান তাঁরা। অভিযোগ, চার পুলিশ কর্মীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় ওই গাড়িটি। পুলিশের তরফে পরবর্তী চেকিং পয়েন্টে গাড়িটিকে আটকানোর নির্দেশ দেওয়া হয়। কিন্তু সেখানেও তল্লাশি এড়াতে গাড়িটি দ্রুত গতিতে অন্য দিকে ঘুরে যায়। গাড়িটি দ্রুত গতিতে পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনের ফুটপাতে গাড়ি তুলে দেন চালক। সেই সময় ফুটপাতে তিনজন পথচারী ছিলেন। তাঁরা পড়ে গিয়ে আহত হন। আরও একটি বাইক থেকে এক চালক পড়ে যান। পরে ওই গাড়ি ও চালকসহ দুজনকে আটক করে পুলিশ।

এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক উত্তেজনা দেখা দেয় গোটা এলাকাজুড়ে। আহত পুলিশ কর্মীদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। আহতের মধ্যে একজন হোমগার্ড ও দুই সার্জেন্ট ছিলেন। শেক্সপিয়ার সরনির থানায় ট্রাফিক পুলিশের অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার হয় চালক। ইতিমধ্যেই অভিযুক্তদের জেরা করছে পুলিশ। তারা কেন এভাবে পালাচ্ছিল। গাড়িচালক মত্ত অবস্থায় ছিলেন কি না, কেন তিনি নাকা তল্লাশি এড়াতে চাইছিলেন, গাড়িতে আপত্তিকর কিছু ছিল কি না— এই সব কিছুই খতিয়ে দেখা হচ্ছে। তবে আহত পাঁচ জনই সুস্থ রয়েছেন।

#Latestbengalinews

#RoadAccident

About Post Author