Home » ‘নিট পরীক্ষায় বড় মাপের দুর্নীতি হয়নি’, NEET UG- এর প্রশ্নফাঁস মামলায় সুপ্রিম কোর্টে হলফনামা পেশ সিবিআইয়ের

‘নিট পরীক্ষায় বড় মাপের দুর্নীতি হয়নি’, NEET UG- এর প্রশ্নফাঁস মামলায় সুপ্রিম কোর্টে হলফনামা পেশ সিবিআইয়ের

সময় কলকাতা ডেস্ক, ১১ জুলাই : NEET UG- এর প্রশ্নফাঁস কেলেঙ্কারি নিয়ে উত্তাল হয়ে উঠেছে সারা দেশ। প্রথমে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট, তারপর ইউজিসি-নেট, একের পর এক পরীক্ষাকে কেন্দ্র করে তুমুল বিতর্ক তৈরি হয়েছে শিক্ষা মহলে। প্রশ্ন উঠতে শুরু করেছে এনটিএ-র ভূমিকা নিয়েও। প্রশ্নফাঁস বিতর্কের মাঝেই নিট তদন্ত নিয়ে এবার সুপ্রিম কোর্টে হলফনামা পেশ করল সিবিআই। এই হলফনামায় বিরোধীরা যে ব্যাপক অনিয়মের অভিযোগ করছিল, সেটা খানিকটা লঘু করে দেওয়া হল বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, ‘ নিট পরীক্ষায় বড় মাপের দুর্নীতি হয়নি। তাই সোশ্যাল মিডিয়ায় ওই প্রশ্নপত্রও  ছড়িয়ে পড়েনি। স্নাতক স্তরে ডাক্তারির অভিন্ন প্রবেশিকা পরীক্ষায় প্রশ্নফাঁস হয়েছে, তবে সেটা স্থানীয় স্তরে।’  ফের পরীক্ষা নেওয়ারও কোনও ইচ্ছা নেই কেন্দ্রের, এমনটাই জানানো হয়েছে হলফনামায়। বাতিল হওয়া নিট পরীক্ষার কাউন্সেলিংও করার ব্যবস্থা জুলাই মাসের তৃতীয় সপ্তাহে করা হবে বলেই জানিয়েছে কেন্দ্র।

আরও পড়ুন  রাতের শহরে ফের ভয়াবহ দুর্ঘটনা! পুলিশের নাকা তল্লাশি এড়াতে বেপরোয়া গতিতে ছুটল গাড়ি, আহত তিন পুলিশ, ধৃত চালক

এদিকে, নিট ইউজি -এর প্রশ্নফাঁস মামলায় ইতিমধ্যেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। তদন্তে নেমে ইতিমধ্যেই একাধিক রাজ্য থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। বিহার, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশের পাশাপাশি বাংলাতেও চলেছে তল্লাশি। শিক্ষামন্ত্রক বেশ কিছু রিভিউয়ের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছে যে, এর তদন্তভার সিবিআইয়ের হাতে দেওয়া হবে। নিট ইউজি ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় বিস্তর অভিযোগ ওঠে। প্রশ্নপত্র ফাঁসের একটি অভিযোগও রয়েছে। ৩০ লক্ষ টাকার বিনিময়ে প্রশ্ন বিক্রিরও অভিযোগ ওঠে। এ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়।

পরীক্ষা বাতিলের আর্জি, কাউন্সেলিং বন্ধ রাখার আর্জির পাশাপাশি সিবিআই তদন্ত চেয়েও আবেদন জমা পড়ে দেশের শীর্ষ আদালতে। এনটিএ-কে নোটিস দেয় সুপ্রিম কোর্ট। নেট ইউজিসি নিয়ে ইতিমধ্যেই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তবে কারচুপির তদন্ত হলেও ২০২৪-এর মে মাসে হওয়া নিট-ইউজি বাতিল বলে গণ্য হচ্ছে না বলেই জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। পরীক্ষা পদ্ধতিতে কোথায় কোন খামতি রয়েছে, তা ঠিক করতে বিশেষজ্ঞদের নিয়ে তৈরি করা হয়েছে সাত সদস্যের একটি কমিটি। কমিটির নেতৃত্বে রয়েছেন ইসরোর প্রাক্তন চেয়ারম্যান ডঃ কে রাধাকৃষ্ণন। এছাড়াও দিল্লি এইমসের প্রাক্তন ডিরেক্টর চিকিৎসক রণদীপ গুলেরিয়া।

#NEET-UG

#Latestbengalinews

#নিটতদন্ত

#সুপ্রিমকোর্ট

#সিবিআই

#CBI

#কেন্দ্রীয়শিক্ষামন্ত্রীধর্মেন্দ্রপ্রধান

#UnionEducationMinisterDharmendraPradhan

About Post Author