সময় কলকাতা ডেস্ক, ১১ জুলাইঃ রেশন দুর্নীতি মামলার তদন্ত যত এগোচ্ছে , ততই যেন ঘনীভূত হচ্ছে রহস্য। ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত কত রেশন কার্ড বাতিল হয়েছে তা জানতে চেয়ে অনেক আগেই খাদ্য দফতরে চিঠি দিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। বাতিল রেশন কার্ডের মাধ্যমে কত কোটির দুর্নীতি হয়েছে জানতে চায় গোয়েন্দারা। অবশেষে সেই বাতিল রেশন কার্ডের তথ্য সিজিও কমপ্লেক্সে পাঠাল খাদ্য দফতর। বাতিল রেশন কার্ডের তথ্য জানতে চেয়ে এর আগে তিনবার নোটিসও পাঠানো হয়েছিল। অবশেষে গোয়েন্দাদের কাছে গেল সেই নথি। সূত্রের খবর, ১০০০ পাতার নথি পাঠানো হয়েছে খাদ্য দফতরের তরফে। জানা গিয়েছে, বায়োমেট্রিক শুরু হওয়ার পরও ভুয়ো রেশনকার্ড দিয়ে সামগ্রী তোলা হত। আর সেই মাল তুলে বাজারে বেশি দামে বিক্রি করে কোটি কোটি টাকা আয় করতেন রেশন দুর্নীতিতে যুক্ত অভিযুক্তরা। ইডি জানতে চাইছে বায়োমেট্রিক কার্ড চালু হওয়ার পর কত রেশন কার্ড বাতিল হয়েছে।
এদিকে, রেশন দুর্নীতির ৭০ লক্ষ টাকা ফেরত দিতে চান টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ইতিমধ্যেই ব্যাঙ্কের লেনদেনের তথ্যর উপর ভর করেই জিজ্ঞাসাবাদের জন্য ঋতুপর্ণা সেনগুপ্তকে পরপর দু’বার তলব করেছিলেন ইডির আধিকারিকরা। ইডির তলবে সাড়া দিয়ে গত ১৯ জুন সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন ঋতুপর্ণা। সূত্রের খবর, রেশন দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের সময়ই ৭০ লক্ষ টাকা ফেরত দেওয়ার কথা জানান ঋতুপর্ণা সেনগুপ্ত। এই টাকা রেশন বন্টন দুর্নীতির এক অভিযুক্তর মাধ্যমে অভিনেত্রীর অ্যাকাউন্টে এসেছিল এমনই ধারণা আধিকারিকদের।
প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলায় গত মাসেই ঋতুপর্ণাকে সমন পাঠানো হয়েছিল। সেই সময় মেল মারফত অভিনেত্রী জানিয়েছিলেন, বিদেশে থাকার কারণে তাঁর পক্ষে দেখা করা সম্ভব হচ্ছে না। এরপর দেশে ফিরেই তিনি ইডি কর্তাদের সঙ্গে দেখা করলেন। ইডির দাবি, অভিনেত্রী ছাড়াও রেশন বন্টন দুর্নীতির তদন্তে ক্রমে একের পর এক নাম উঠে এসেছে। তাঁদের সঙ্গে এই মামলায় অভিযুক্তদের মধ্যে কয়েকজনের সঙ্গে বিপুল টাকার লেনদেন হয়েছে।
#ED
#Latestbengalinews
#Rationcorruptioncase
More Stories
রাজ্যপালের হাত ধরেই হল বাজেট অধিবেশনের সূচনা, স্বাগত জানালেন মমতা
ফের শহরে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, উপস্থিত থাকবেন মুকেশ আম্বানি
সিবিআইয়ের পর ইডি, SSC মামলায় চার্জশিট দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা