Home » ভারতের ওপেনিং জুড়ি নিয়ে সমস্যা, কী করবেন গম্ভীর?

ভারতের ওপেনিং জুড়ি নিয়ে সমস্যা, কী করবেন গম্ভীর?

সময় কলকাতা ডেস্ক, ১১ জুলাই :  ভারতের ওপেনিং জুড়ি  নিয়ে একদা বিরাট সমস্যা ছিল। সুনীল গাভাস্কারের যোগ্য সঙ্গী কাউকে পাওয়া যেত না। চেতন চৌহান ছিলেন তাঁর দীর্ঘদিনের ওপেনিং পার্টনার। তাঁর টেস্টে সর্বোচ্চ রান ছিল ৯৭। শচীন, শেহবাগ, গাঙ্গুলী, গম্ভীরদের সৌজন্যে ভারতের ওপেনিং খরা কেটে যায়। শেষ কয়েক বছর ধরে  শুরু হয় রোহিত যুগ। রোহিত শর্মা টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন।  পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ে ভারতকে হারিয়ে চমক দিয়েছিল।তারপরে প্রত্যাঘাত করে ভারত। দ্বিতীয় ম্যাচে ওপেনার অভিষেক শর্মা দুর্দান্ত সেঞ্চুরি করে সাড়া ফেলে দেন। ভারত জয়লাভ করে ১০০ রানে। তৃতীয় ম্যাচে আবার জিতল ভারত,এবার জয় ২৩ রানে। তবে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় ভারতীয় থিঙ্ক ট্যাংকের সিদ্ধান্ত। আগের ম্যাচে সেঞ্চুরি করা বিস্ফোরক ২৩ বছর বয়সী উদীয়মান ওপেনার অভিষেক শর্মাকে তিন নম্বরে ব্যাট করতে পাঠায় ভারত। তার জায়গায় ওপেন করতে পাঠানো হয় যশস্বী জয়সোয়ালকে।আইপিএলে এবং আগের ম্যাচে অভিষেক প্রমাণ করেছেন পাওয়ার প্লের সুবিধে নিতে তার জুড়ি মেলা ভার। ঝুঁকি নিয়ে মারার চেষ্টা করে থাকেন তিনি ওভার বাউন্ডারি মারার চেষ্টা প্রতিনিয়ত তার মধ্যে দেখা যায়। সেক্ষেত্রে পাওয়ার প্লেতে ফিল্ডিং রেস্ট্রিকশন থাকায় তাঁর কাজ সহজ হয়ে যায়। এদিন তিন নম্বরে ব্যাট করতে নেমে ৯ বলে ১০ করে ছয় মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পড়লেন তিনি। পাওয়ার প্লে তে তিনি থাকলে এবং সঙ্গে যশস্বী থাকলে পৃথিবীর যেকোনও বোলিং লাইন আপ চাপে থাকবে একথা মনে করছে গোটা ক্রিকেট বিশ্ব। পাশাপাশি কোহলির টি টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পরে তিন নম্বর পজিশন শুভমান গিলের মত প্রতিভা সম্পন্ন ও টেকনিক্যালি নিখুঁত খেলোয়াড়ের পক্ষে উপযুক্ত হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অথচ লক্ষণ ও গিলের মনে হয়েছে গিলের ওপেনিং করা ভালো সিদ্ধান্ত। রাইট লেফট কম্বিনেশনের কথা ভেবে এরকম সিদ্ধান্ত জোরালো হয়ে উঠতে পারে। তবুও অভিষেক শর্মার সঙ্গে যশস্বী সে অত্যন্ত ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন তা বলাই বাহুল্য। ওপেন করে রান পেলেন শুভমান। কিন্তু প্রথম দিকে তাকে প্রচন্ড নড়বড়ে দেখিয়েছে। প্রথম পাঁচ ওভারে মূলত যশস্বীর সৌজন্যে পঞ্চাশ রানের গন্ডি পার করে যায় ভারত। যশস্বীও পাওয়ার প্লে শেষ হতেই মন্থর হয়ে পড়েন। পরের দিকে রানের গতি বাড়ালেও শুভমানের স্ট্রাইক রেট আহামরি ছিল না। বরং তৃতীয় ম্যাচে ভারতের হয়ে সবচেয়ে ভালো রুতরাজ গাইকোয়াড়। ভারতের করা ৪ উইকেটে ১৮২ রানের উত্তরে ৩৯ রানে পাঁচ উইকেট খুইয়ে ধুঁকতে থাকা জিম্বাবুয়ে শেষ পর্যন্ত ১৫৯ রান তুলে ফেলে। প্রচুর রান দিলেন রবি বিশনোই এবং আবেশ খান।

 

বোলিংয়ে ভারতের সেকেন্ড লাইন আপ নিয়ে দুশ্চিন্তা থাকবেই গম্ভীরের।ব্যাটিং নিয়ে দুশ্চিন্তার  কিছু নেই। চিন্তা একটাই, ওপেনে কাকে খেলাবেন কাকে খেলাবেন না। শচীন -সৌরভ -রাহুল দ্রাবিড় -লক্ষণদের জামানায় ঘরোয়া ক্রিকেটে সফল ও অসম্ভব প্রতিভাসম্পন্ন অমল মজুমদার খেলার সুযোগই পাননি। দায়িত্ব পেয়ে গম্ভীরের কাজ ও কঠিন হয়ে উঠেছে।  অসম্ভব প্রতিভা সম্পন্ন বেশ কয়েকজন ওপেনার এখন ভারতীয় দলে হাজির । ভারতের ওপেনিং জুড়ি কে হবেন, অন্তত টি টোয়েন্টি ফরম্যাটে ভারতের ওপেনিং জুড়ি নির্বাচন করা গৌতম গম্ভীরের কাছে যেন চ্যালেঞ্জ।

শুভমান গিলের কোয়ালিটি নিয়ে প্রশ্ন ওঠে না। তিনি বিগ হিটও নিতে পারেন। একদিনের আন্তর্জাতিক ম্যাচে ডবল সেঞ্চুরি করেন গিল। তবে টি টোয়েন্টিতে স্ট্রাইক রেটের বিচারে তাঁকে চ্যালেঞ্জ জানাতেই পারেন রুতরাজ গাইকোয়াড়। গত দুটি আইপিএলে দেড়শোর কাছাকাছি স্ট্রাইক রেটে ব্যাট করেছেন তিনি। আবার যশস্বী এবং অভিষেক দুজনের স্ট্রাইক রেট এঁদের চেয়েও বেশি। গত আইপিএলে ওপেন করতে নেমে ২০০র চেয়েও বেশি স্ট্রাইটে ব্যাট করেছেন অভিষেক। ফলে ব্যাটিং অর্ডার ঠিক করাই এখন সবচেয়ে বড় সমস্যা। ঈশান কিষান নেই কিন্তু শুভমান গিল,যশস্বী,অভিষেক, রুতরাজ সহ চার পাঁচজন ওপেনার ভারতীয় দলের দরজায় কড়া নাড়ছেন। প্রত্যেকেই ভালো ফর্মে। গম্ভীর কোচ হয়ে হার্দিক- বুমরাকে সঙ্গে নিয়ে টি টোয়েন্টিতে কিভাবে ওপেনিং কম্মিনেশন ঠিক করেন ও কীভাবে ব্যাটিং অর্ডার সাজান এখন সেটাই দেখার।।

About Post Author