সময় কলকাতা ডেস্ক, ১১ জুলাইঃ রাজ্যে সবজির দাম আকাশছোঁয়া। শাক সবজি থেকে মাছ মাংস, চড় চড় করে দাম বাড়ছে সবকিছুরই। এহেন পরিস্থিতিতে কার্যত নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের। মঙ্গলবারই টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠক করে সবজির দাম কমানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শাকসবজি থেকে মাছ-মাংস, খাদ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণে কলকাতা থেকে শুরু করে একাধিক জেলায় শুরু হয়ে গিয়েছে অভিযান। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো বৃহস্পতিবারও ফের সক্রিয় টাস্ক ফোর্স। এদিন মানিকতলা বাজারে অভিযানে গিয়ে বেনিয়ম চোখে পড়ল টাস্ক ফোর্সের। সেখানে বিভিন্ন সবজির দাম খতিয়ে দেখেন টাস্ক ফোর্সের সদস্যরা।
বেশি মুনাফা অর্জন করতে গিয়ে যাতে অতিরিক্ত দামে শাক-সবজি বিক্রি করা না হয়, তার জন্য ব্যবসায়ীদের একপ্রকার হুঁশিয়ারি দেয় টাস্ক ফোর্স। ব্যবসায়ীদের সঙ্গে রীতিমতো তর্ক-বিতর্ক হয় টাস্ক ফোর্সের সদস্যদের। বুধবারই টাস্ক ফোর্সের প্রতিনিধিদল হানা দেয় কাঁকুড়গাছি, মানিকতলা বাজার থেকে শুরু করে গড়িয়াহাট, লেক মার্কেটে। খুচরো ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলে সবজির দাম জানতে চান। এরপর একটি রিপোর্ট তারা তৈরি করবেন। সেই রিপোর্ট নবান্নে পাঠানো হবে। সেখানে খতিয়ে দেখা হবে যাবতীয় রিপোর্ট। একইভাবে বৃহস্পতিবার ফের মানিকতলা বাজারে অভিযানে নামে টাস্ক ফোর্স। সেখানেই বেনিয়ম চোখে পড়ে টাস্ক ফোর্সের।
প্রসঙ্গত, আলু, পেঁয়াজ, শশার মূ্ল্য বৃদ্ধি নিয়ে আগেই ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারই মূল্যবৃদ্ধি নিয়ে নবান্নে স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশের পরই পশ্চিমবঙ্গ সরকারের টাস্ক ফোর্সের আধিকারিকেরা এবং রাজ্য পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা বুধবার কাঁকুড়গাছির ভিআইপি মার্কেট পরিদর্শন করেন। মুখ্যমন্ত্রীর বক্তব্য, আনাজের দাম বাড়লেও কৃষকেরা কিছুই পাচ্ছেন না। মহারাষ্ট্রের নাসিকের পরিবর্তে স্থানীয় কৃষকদের কাছ থেকে পিঁয়াজ কিনতে বলেন মুখ্যমন্ত্রী। এবং পুলিশ এনফোর্সমেন্ট ব্রাঞ্চকে কড়া পদক্ষেপ নিতে বলেন। অর্থাৎ STF, EB, IB, CID-কে যৌথভাবে তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। টাস্ক ফোর্সের আধিকারিকদের এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চ-এর আধিকারিকদের বাজার পরিদর্শনের কথাও তিনি বলেন। পাশাপাশি আগামী ১০ দিনের মধ্যে দাম নিয়ন্ত্রণে আনার নির্দেশও দেন মুখ্যমন্ত্রী।
#TaskForceVisitsatManiktalaMarket
#Latestbengalinews
#মুখ্যমন্ত্রীমমতাবন্দ্যোপাধ্যায়
#CMMamataBanerjee
More Stories
কলকাতায় কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং অন্যান্য বিজেপি কর্মীদের আটক করেছে পুলিশ
এই গরমে তিস্তা বক্ষে অফবিট লোকেশনের সন্ধান
‘থার্ড কাউন্সেলিং পর্যন্ত বৈধ’… এই বক্তব্য সম্পর্কে কিছুই জানেন না শিক্ষামন্ত্রী!