সময় কলকাতা ডেস্ক, ১১ জুলাইঃ দক্ষিণবঙ্গে ফের বাড়তে পাড়ে বৃষ্টির পরিমাণ। একইসঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতাতেও। পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টির ব্যাপকতা আরও বাড়তে পারে। গত কয়েকদিন ধরেই আপেক্ষিক আর্দ্রতা ক্রমশ অস্বস্তি বাড়াচ্ছে কলকাতায়। দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকলেও তাপমাত্রার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। গত কয়েকদিন আলিপুর আবহাওয়া দফতর আরও জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টা শহর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মূলত মেঘলা থাকতে পারে। দক্ষিণবঙ্গে কবে থেকে শুরু হবে টানা বৃষ্টি? সেদিকেই তাকিয়ে বঙ্গবাসী। অবশেষে হাওয়া অফিস জানাল, বৃহস্পতিবার অর্থাৎ আজ থেকেই বজ্রবিদ্যুৎ-সহ টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় ধীরে ধীরে তাপমাত্রা বদলাতে থাকবে। বৃহস্পতিবারের পর তৈরি হবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পরিস্থিতি। এদিকে, বিপদ সীমার ওপর দিয়ে বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গের একাধিকে জেলা।
আরও পড়ুন Optical Illusion: জটিল ধাঁধা, ৪৫ সেকেন্ডে ছবি দুটি থেকে ৩ টি পার্থক্য খুঁজে সমাধান করে দেখান
পূর্বাভাস বলছে, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, বর্ধমান সহ পশ্চিমের কিছু এলাকায় মৌসুমী বায়ুর প্রবেশ এখনও সেভাবে ঘটেনি। বৃহস্পতিবারে মধ্যে দক্ষিণবঙ্গের বাকি এলাকাতেও ঢুকে পড়তে পারে মৌসুমী বায়ু। আজ সকাল থেকেই আকাশের গুমোট ভাব। আপাতত তাপমাত্রা খুব একটা নামার আর সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস থাকবে। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫৯ থেকে ৮৯ শতাংশ।
হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। রাজ্যে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। সেইসঙ্গে কমবে আর্দ্রতাজনিত অস্বস্তি। কলকাতা ও সংলগ্ন জেলা গুলিতে এই অস্বস্তি বেশি অনুভূত হবে। তবে, আজ থেকে আবারও বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হবে। সেইসঙ্গে বইতে পারে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া। আগামী দুদিন পশ্চিমের তিন জেলা পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়াতে তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং ও জলপাইগুড়ি জেলাতে বৃষ্টি চলবে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতাও রয়েছে।
#Latestbengalinews
#Weatherupdate
More Stories
কলকাতায় কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং অন্যান্য বিজেপি কর্মীদের আটক করেছে পুলিশ
ট্রেনে মাত্র ৩০ মিনিটেই দিল্লি থেকে জয়পুর! কি করে!
এই গরমে তিস্তা বক্ষে অফবিট লোকেশনের সন্ধান