Home » ঘটা করে পালিত জার্মানির এসেন শহরের দুর্গাপুজো

ঘটা করে পালিত জার্মানির এসেন শহরের দুর্গাপুজো

পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা, ১২ অক্টোবর  : জার্মানির এসেন শহরের দুর্গাপুজো ।  জার্মানির এসেন (Essen ) শহরের ঐতিহ্য সুপ্রাচীন। কয়েক হাজার বছরের ইতিহাস এই শহরের সঙ্গে জড়িয়ে। খ্রিস্টীয় নবম শতক থেকে এখানে জনবসতি বিস্তার লাভ করতে থাকে। বিস্তার লাভ করতে থাকেন এখানে সংস্কৃতি। এখানের গোল্ডেন ম্যাডোনা অফ এসেন পশ্চিমী বিশ্বের সবচেয়ে প্রাচীন কুমারী মেরির ভাস্কর্য । বিগত কয়েক দশকে ভারতীয় তথা সনাতন ধর্ম ও সংস্কৃতির ধারকবাহকরা এসেনে জনবসতি স্থাপন করেছেন। তথাপি তাঁরা তাঁদের শিকড়ের কথা, ভারতীয় ঐতিহ্যের নাড়ির সঙ্গে যোগাযোগের কথা ভুলে যাননি।তাঁরা এসেন শহরে গড়ে তুলেছেন ইন্ডিয়ান কালচারাল কানেকশন। তাঁদের মধ্যে রয়েছেন প্রবাসী বাঙ্গালীরাও। পুজোর ঘ্রান তাঁরা সুদূর জার্মানিতে বসেও অনুভব করেন। ইন্ডিয়ান কালচারাল কানেকশনের উদ্যোগে এসেন শহরে প্রথমবার দুর্গাপূজা উদযাপন হল ঘটা করে ।

ভারত ও জার্মানি যেন জুড়ে গিয়েছে ইন্ডিয়ান কালচারাল কানেকশনের (Indian Cultural Connection) উদ্যোগে। বাঙালির সার্বজনীন উৎসব দুর্গাপুজোতেও তার অন্যথা হয়নি।জার্মানির এসেন শহরে প্রথমবারের মত উদযাপিত হচ্ছে দুর্গাপুজো । বার্লিনের সময় অনুযায়ী পঞ্জিকা মেনে পূজার আয়োজন করা হয়েছে। ষষ্ঠীর দিনে পূজার শুভ সূচনা করেন এসেন শহরের মেয়র।


হালে দুর্গা পুজোতে রসনা তৃপ্ত করাও পুজোর সঙ্গে আনুষঙ্গিক হয়ে দেখা দিয়েছে আর সেই রীতি মেনেই জার্মানির দুর্গাপুজোয় পুজোকে ভরপেট মুখরোচক ভারতীয় ও বাঙালি খাবারের আয়োজন । প্রতিদিনই বিভিন্ন মনোজ্ঞ অনুষ্ঠান রয়েছে পুজো উপলক্ষ্যে ।এই পূজা জার্মানিতে বসবাসরত ভারতীয়দের জন্য একটি বিশেষ সাংস্কৃতিক মেলবন্ধনের যোগসূত্র এবং বিশেষ মুহূর্ত হয়ে উঠেছে। সুদূর জার্মানিতে বসেও বাঙালি ও ভারতীয়রা দেবী দুর্গাকে বন্দনা করছেন রীতি রেওয়াজ মেনে, তাঁদের উদ্যোগে এক টুকরো ভারত যেন উঠে এসেছে এসেন শহরে।।

জার্মানির এসেন শহরের দুর্গাপুজো #জার্মানির এসেন শহরের দুর্গাপুজো

আরও পড়ুনমোগল রাজমহিষী যোধাবাই ও রাজা প্রতাপাদিত্যের সেনাপতি শংকরের শিবের কোঠার পুজো

About Post Author