Home » প্রয়াত কিংবদন্তী তবলাবাদক জাকির হুসেন

প্রয়াত কিংবদন্তী তবলাবাদক জাকির হুসেন

File source: http://commons.wikimedia.org/wiki/File:Ustad_Zakir_Hussain_1.jpg

সময় কলকাতা ডেস্ক, ১৫ অক্টোবর : প্রয়াত জাকির হুসেন । যাঁর তবলার সুরেলার ধ্বনিতে এক আশ্চর্য জগতে প্রবেশ ঘটত শ্রোতাদের, তিনি আর নেই।  সুদূর আমেরিকায় প্রয়াত হলেন সংগীত জগতের এক অসামান্য তারকা জাকির হুসেন।

আরও পড়ুন ভোজপুরি গব্বর সিং বিজয় খারে প্রয়াত

চলে গেলেন ধ্রুপদী সঙ্গীতের কিংবদন্তী ও প্ৰখ্যাত তবলা বাদক জাকির হুসেন। আমেরিকার একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। তিনি সুস্থ হয়ে ফিরবেন আশায় ছিলেন সংগীত অনুরাগীরা। কিন্তু শেষ রক্ষা হল না। ৭৩ বছর বয়সেই তাল কাটল,থেমে গেল জীবন প্রদীপ।

১৯৫১ সালে মুম্বাইয়ে জন্ম জাকির হুসেনের। তাঁর বাবাও ছিলেন তবলা জগতের কিংবদন্তি। আল্লারাখার পুত্র হিসেবে খুব অল্প বয়সেই সুনাম অর্জন করেছিলেন জাকির হুসেন। সংগীত জগতে খ্যাতির শীর্ষে আরোহনের পাশাপাশি তিনি বহু সম্মানে ভুষিত হয়েছিলেন। ধ্রুপদী সংগীতে তাঁর অসামান্য অবদানের জন্য পদ্মশ্রী,পদ্মভূষণ,পদ্মবিভূষণ সহ রাষ্ট্রের একাধিক শ্রেষ্ঠত্বর পুরস্কার  লাভ করেছিলেন তিনি। তিনি তিনবার বিশ্বসঙ্গীতের অন্যতম সেরা খেতাব grammy awards লাভ করেন। সম্প্রতি কলকাতায় তাঁর অনুষ্ঠানের কথা থাকলেও তা আরসম্পন্ন হল না। মৃত্যুকালে তিনি রেখে গেলেন দুই সন্তান ও স্ত্রীকে।তিনি চলে গেলেন, রেখে গেলেন তাঁর অগণিত গুণমুগ্ধ শ্রোতাকে। রেখে গেলেন তাঁর সঙ্গীত সুধা, তাঁর বাদ্যযন্ত্রের সুরেলা ধ্বনি ।।

আরও পড়ুন OPTICAL ILLUSION: বেশিরভাগ পাঠক ৫০ সেকেন্ডের মধ্যে নিচের ছবি দুটি থেকে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে পারেননি, আপনি পারবেন?

প্রয়াত জাকির হুসেন #প্রয়াত জাকির হুসেন

About Post Author