দীপ সেন ও পুরন্দর চক্রবর্তী,সময় কলকাতা : সাধুবাবা যা পারেন নি তা করে দেখালো নির্বাচন কমিশন। মেয়েকে খুঁজে পেতে ঈশ্বরের আশীর্বাদ চেয়েছিলেন বৃদ্ধা জননী। নির্বাচন কমিশনের নির্দেশ যেন হয়ে উঠল ঈশ্বরের সংকেত। নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার যেন পরোক্ষে ঈশ্বর হয়ে দেখা দিলেন বৃদ্ধার জীবনে, এসআইআরের কল্যাণে বারাসাতের বৃদ্ধা কল্যাণী সন্ধান পেলেন কুড়ি বছর আগে ছাড়াছাড়ি হওয়া মেয়ের।
কুড়ি বছর আগে বারাসাত এক নম্বর ব্লকের কোটরা গ্রামে মা কল্যাণী অধিকারীকে মামার বাড়িতে রেখে গিয়েছিল মেয়ে। তারপরে আর দেখা হয় নি মা -মেয়ের। মা হন্যে হয়ে খুঁজেছেন মেয়েকে। মন্দিরে মাথা ঠুকে জানতে চেয়েছেন মেয়ের ঠিকানা। সাধুবাবা আশ্বস্ত করেছিলেন ঠিকানা মিলবে। মন্দিরে কাজ নিয়েছেন ভোগ রন্ধনের। দিনরাত ঈশ্বরকে ডেকেছেন হারানো মেয়েকে চোখের দেখা দেখতে চেয়েছেন।
আরও পড়ুনশাশুড়ির মত চাকরি চাই তাঁরও, বারাসাত চোখ লোপাট কাণ্ডে দাবি স্ত্রীর
কুড়ি বছর ধরে মেলে নি মেয়ের ঠিকানা। অবশেষে মুশকিল আসান হয়ে ঈশ্বরের একটি রূপ দেখা দিয়েছে এসআইআর। দমদম পার্কের পুরনো ডেরায় এসআইআরের ফর্ম ফিলআপের কাজে গিয়েছিলেন প্রবীণা কল্যাণী। হারানো রতন মিলে গেল সহসা। এসআইআরের ফর্ম ফিলাপ করার মাঝেই দেখা হওয়া জামাইয়ের হাত ধরে মেয়ের কাছে পৌঁছে গেলেন গর্ভধারিণী মা। ঈশ্বরের কাছে যা চেয়েছিলেন তা পেলেন এসআইআরের সৌজন্যে। এসআইআর ও নির্বাচন কমিশনের ভোটার চয়ন বৃদ্ধাকে খুঁজে দিল হারানিধি।।
এসআইআর যেন ঈশ্বরের সংকেত #এসআইআর যেন ঈশ্বরের সংকেত


More Stories
বারাসাত হাসপাতালে অন্তঃসত্ত্বা রোগিনীকে চড় মারার অভিযোগ নার্সের বিরুদ্ধে
মরিচা ঝিল, বর্তির বিল : প্রশাসনিক উদ্যোগে পর্যটন শিল্পে আমডাঙার স্বপ্নপূরণ
ধুপগুড়ি গোবিন্দ মণ্ডল হত্যাকাণ্ড : ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড