দীপ সেন ও পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা :স্বপ্ন শুধু স্বপ্ন নয়। স্বপ্ন দেখার মহড়া থেকে বাস্তবে স্বপ্নের প্রকাশ। ধর্মীয় স্থানের মাহাত্ম্য আর নৈসর্গিক দৃশ্যর টানে আমডাঙ্গায় দীর্ঘদিন ধরেই পর্যটকদের আনাগোনা লেগেই রয়েছে। আমডাঙার সুপ্রসিদ্ধ করুণাময়ী কালী মন্দিরে ভক্তদের সারা বছর ধরেই আসাযাওয়া। একাধিক ঝিল রয়েছে আমডাঙ্গায়। বর্তির বিল আর মরিচা ঝিল রূপমাধুরী ও প্রাকৃতিক শোভা নিয়ে পর্যটকদের টানলে কি হবে, পর্যটন কেন্দ্র হিসেবে আমডাঙ্গাকে তুলে ধরা হয় নি সেভাবে। আর্থসামাজিক উন্নয়নের দিকটিও থেকেছে উপেক্ষিত। অবশেষে উদ্যোগ প্রশাসনিক স্তর থেকে। আমডাঙ্গা ব্লকের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক তথা বিডিও নবকুমার দাস আমডাঙার পর্যটন শিল্পের গুরুত্বকে আলাদাভাবে নজর দিয়ে আর্থসামাজিক উন্নয়নের জন্য সচেষ্ট হয়েছিলেন সম্প্রতি অতীত থেকে। ফলশ্রুতি, আমডাঙ্গা ব্লক জুড়ে পর্যটন বিকাশ পর্যটন কেন্দ্রগুলি মায়াবী রূপ নিচ্ছে। মরিচা ঝিল, বর্তির বিল কালীবাড়ি সহ আমডাঙার পর্যটন শিল্প বিকশিত হচ্ছে। প্রশাসনিক উদ্যোগে পর্যটন শিল্পে আমডাঙার স্বপ্নপূরণ।
এবার সরকারি উদ্যোগে মরিচা ঝিল ও ঝিলের লাগোয়া একাধিক প্রকল্পে জাদুকাঠির ছোঁয়া। মরিচাঝিলে দর্শক টানতে উদ্যোগী আমডাঙ্গা ব্লক আধিকারিকরা। বিডিও নবকুমার দাস নব নব আকাঙ্খার ফুল ফোটাচ্ছেন। শীতের শুরুতে ব্লক স্তরের পর্যটন শিল্প বিকাশের প্রচেষ্টা স্বনির্ভর গোষ্ঠী সহ স্থানীয় মানুষের কাছেও অর্থকরী হয়ে ওঠার প্রতিশ্রুতি নিয়ে হাজির। কুটির শিল্পের রকমারি ভান্ডার, হাজারো জিনিসের বিকিকিনি, আকর্ষণীয় খাদ্য সম্ভারের পশরা সবই মিলবে পর্যটন কেন্দ্র গুলিতে যার ইঙ্গিত মিলছে মরিচা ঝিল টুরিস্ট স্পটে। তুলে ধরা হচ্ছে স্থানীয় লোকসংস্কৃতি। তবে মরিচা ঝিল ইঙ্গিত মাত্র। আমডাঙ্গা ব্লকের স্বপ্নের পর্যটনকেন্দ্র বর্তির বিলে ইতিমধ্যেই ওয়াচ টাওয়ার বসেছে। জল, জঙ্গল আর পাখির উপন্যাস লেখা হচ্ছে আমাডাঙ্গায়। সৌজন্য, সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগও। বেসরকারি উদ্যোগে, বর্তির বিলের ঠিক পেছনে ইকো টুরিস্ট রিসর্ট হওয়ার কাজ শেষের মুখে। এই রিসর্ট গড়ে উঠলে যথার্থভাবে পর্যটন কেন্দ্রের স্বপ্ন মায়াবী আলোয় বাস্তব হয়ে উঠবে তা নিয়েও সন্দেহের অবকাশ নেই। সরকারি ও বেসরকারি প্রকল্পের মেলবন্ধনে প্রশাসনিক উদ্যোগে দিশা পাচ্ছে আমডাঙার পর্যটন শিল্প, পুষ্ট হতে চলেছে স্থানীয় মানুষের আর্থ-সামাজিক বনিয়াদ। একে একে আমডাঙার পর্যটন শিল্পের খাজানার গুপ্ত ভান্ডারের দরজা খুলে যাচ্ছে, সুপ্ত স্বপ্ন জেগে উঠছে।।
আরও পড়ুনমূর্তি পর্যটন কেন্দ্র পর্যটকশূন্য, মূর্তির মনখারাপ


More Stories
হুমায়ুন ও বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর : বিজেপি-তৃণমূল ও ভোট রাজনীতি
বারাসাত হাসপাতালে অন্তঃসত্ত্বা রোগিনীকে চড় মারার অভিযোগ নার্সের বিরুদ্ধে
ধুপগুড়ি গোবিন্দ মণ্ডল হত্যাকাণ্ড : ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড