Home » যশস্বীর শতরান, বিরাট-রোহিত যোগে ভারতের সিরিজ জয়

যশস্বীর শতরান, বিরাট-রোহিত যোগে ভারতের সিরিজ জয়

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ৬ ডিসেম্বর : বিরাট রোহিতের নাকি বয়স হয়েছে! বয়স শুধুমাত্র সংখ্যা জানিয়ে দিয়ে তাঁদের আরও একবার দাপট দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে। তাঁদের দুরন্ত অর্ধশতরান এবং তরুণ যশস্বীর শতরানে ভর করে অনায়াসে জয় পেল ভারত। একদিনের সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে  দক্ষিণ আফ্রিকার দেওয়া ২৭১ রানের টার্গেটকে টপকে ৯ উইকেটে ম্যাচ পকেটে পুরে নেয় ভারত।একইসাথে সিরিজ ও ভারতের। দক্ষিণ আফ্রিকার পক্ষে কুইন্টন ডিককের সেঞ্চুরি উল্লেখযোগ্য কিছু নেই। বল হাতে সফল কুলদীপ ও প্রসিদ্ধ কৃষ্ণা। হর্ষিত রানা যথারীতি ব্যর্থ।  ২-১ ফলে সিরিজ জয়ের দিন রোহিত -বিরাট বোঝালেন বোঝালেন তাঁরা ফুরিয়ে যান নি এবং বয়সই একমাত্র মাপকাঠি হতে পারে না। গম্ভীর – আগারকার বুঝলেন কি?

About Post Author