Home » বারাসাত হাসপাতালে অন্তঃসত্ত্বা রোগিনীকে চড় মারার অভিযোগ নার্সের বিরুদ্ধে

বারাসাত হাসপাতালে অন্তঃসত্ত্বা রোগিনীকে চড় মারার অভিযোগ নার্সের বিরুদ্ধে

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ৬ ডিসেম্বর : বারাসাত হাসপাতালে ফ্লোরেন্স নাইটিংগেলদের খবর পাওয়া যাচ্ছে না। ফ্লোরেন্স নাইটিঙ্গেল বা মমতাময়ী নার্সরা নিখোঁজ বারাসাত হাসপাতালে। উল্টে এখানে নার্সরা এখন আক্রমণাত্মক বাউন্সার হয়ে উঠেছেন বলে অভিযোগ তুলছেন রোগী ও রোগীর পরিবার-পরিজন। চিকিৎসকদের উপস্থিতিতেই বারাসাত হাসপাতালের মধ্যে রোগী- রোগিনীদের মারধরের অভিযোগ উঠছে। অভিযোগ, এবার নার্সের হাতে চড়-থাপ্পড় খেলেন এক অন্তঃসত্ত্বা মহিলা।

  উল্লেখ্য,ফ্লোরেন্স নাইটেঙ্গলকে নার্সিং পরিষেবায় আদর্শ জ্ঞান করা হয়। রাষ্ট্রপতি প্রতিবছর নার্সদের ফ্লোরেন্স নাইটেঙ্গেল সম্মান ও দিয়ে থাকেন। ফ্লোরেন্স নাইটেঙ্গল বলতে কর্তব্যনিষ্ঠ ও রুগীদের প্রতি মায়া মমতা মাখা নার্সদের বোঝানো হয়।  বারাসাত হাসপাতালে রাতারাতি তাঁরা নিরুদ্দেশ।  রুগীদের যত্ন নেওয়ার জন্য বারাসাত হাসপাতালে যে ফ্লোরেন্স নাইটিঙ্গেলদের দেখা মিলত তাঁরা গেলেন কোথায়? সাদা পোশাকের যে নার্সদের দেখা অবশ্য মিলছে, কিন্তু তাঁরা নাকি চড় থাপ্পড় মারছেন রুগীদের। অন্তঃসত্ত্বা রোগিনীদেরও নাকি রেহাই নেই তাঁদের হাত থেকে। এবার বারাসাত হাসপাতাল ও মেডিক্যাল কলেজে চিকিৎসা করাতে এসে থাপ্পড় জুটল অন্তঃসত্ত্বা মহিলার, অভিযোগ এমনটাই। বারাসাত হাসপাতালে অন্তঃসত্ত্বা মহিলাকে নিগ্রহের  অভিযোগ নার্স ও চিকিৎসকদের বিরুদ্ধে।

 শনিবার  বারাসাত হাটখোলার বাসিন্দা এক  মহিলা শবনম টেরেজা রয় (২২) সকালে গর্ভজনিত ব্যথা অনুভব করায় তাঁকে বারাসাত হাসপাতালে নিয়ে আসা হয়। অভিযোগ তাঁকে চিকিৎসা না করে ফেলে রাখা হয়। তিনি তাঁর পীড়া নার্সিং স্টাফদের বলা মাত্রই তাঁকে কটু ভাষায় চুপ করতে বলা হয়। রোগিনী জনৈকা নার্সের ধরে অনুনয় করতেই সপাটে চড় কষিয়ে দেন নার্স। উপস্থিত চিকিৎসকদের বিষয়টি বললেও তাঁরা কর্ণপাত করেন নি বলে অভিযোগ রোগিনীর আত্মীয় পরিজনের। দেওর রঞ্জিত পাত্র দাবি করেছেন, তাঁরা বিহিত চান বিষয়টির। উল্লেখ্য,  এক সপ্তাহের মধ্যে বারাসাত হাসপাতালে রোগী  বা রোগীদের পরিবার-পরিজনের হাসপাতালের জীবন দায়ী পরিষেবায় যুক্ত নার্স-ডাক্তারদের হাতে নিগৃহীত হওয়ার দ্বিতীয় অভিযোগ।

About Post Author