Home » আমেদাবাদ টেস্টের প্রথম দিনে চাঁদের হাট! রেকর্ড গড়ে স্টেডিয়ামে হাজির লক্ষ দর্শক

আমেদাবাদ টেস্টের প্রথম দিনে চাঁদের হাট! রেকর্ড গড়ে স্টেডিয়ামে হাজির লক্ষ দর্শক

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক, ৯ মার্চ: পিচ বিতর্কের মধ্যেই বৃহস্পতিবার শুরু হয়ে গেল আহমেদাবাদ টেস্ট। গুজরাটের আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে চতুর্থ টেস্টের উদ্বোধনী অনুষ্ঠানে বসল চাঁদের হাট। নিজের নামাঙ্কিত স্টামিয়ামে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকে সঙ্গ দিলেন অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। আর ভারত-অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট শুরু আগেই এক নয়া নজির গড়ল আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। টেস্ট ক্রিকেটের কোনও ম্যাচে এক লক্ষের বেশি দর্শক মাঠে হাজির হলেন এদিন। এমনিতেই ১ লক্ষ ১০ হাজার দর্শক বসতে পারেন এই স্টেডিয়ামে, সেই দিক থেকে কানায় কানায় ভর্তি হল স্টেডিয়াম।

এদিন অস্ট্রেলিয়ার রাষ্ট্রনায়ককে অভ্যর্থনা জানাতে স্টেডিয়ামের বাইরে ছিল সাজো সাজো রব।  কোথাও দেখা গেল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যানার। তো কোথাও দেখা গেল অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের ছবি দেওয়া ব্যানার। ম্যাচ শুরুর আগে গলফ কার্টে মাঠ পরিদর্শন করেন দুই দেশের দুই রাষ্ট্রনায়ক। গ্যালারিতে উপস্থিত লক্ষ সমর্থক করতালি দিয়ে অভ্যর্থনা জানালেন দুই রাষ্ট্রনায়ককে। বর্ডার গাভাস্কার ট্রফির চতুর্থ তথা শেষ টেস্টের প্রাক্কালে অজি প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজকে অভ্যর্থনা জানান বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিনি। অপরদিকে ভারতের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান বিসিসিআই সচিব জয় শাহ।

এরপর, ভারত অধিনায়ক রোহিত শর্মার হাতে বিশেষ টেস্ট টুপি তুলে দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অপরদিকে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথের হাতেও বিশেষ টুপি তুলে দেন অজি প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। এরপর একই ফ্রেমে ধরা দেন দুই দেশের দুই রাষ্ট্রনায়ক ও দুই অধিনায়ক। খেলা শুরুর আগে দুই দলের ক্রিকেটারদের সঙ্গে মাঠে নেমে করমর্দন করে পরিচয় পর্ব সারেন দুই নেতা। এরপর জাতীয় ক্রিকেট দলের সঙ্গে জাতীয় সঙ্গীতের তালে গলা মেলাতেও দেখা যায় তাঁদের। দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষে বিশেষ কয়েনে টসের আয়োজন করা হয়। এরপর স্টেডিয়ামের ভিভিআইপি বক্সে ভারতের প্রধানমন্ত্রীর ‘চায় পে চর্চায়’ যোগ দেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। দুজনকে চায়ের কাপ হাতে খোশ মেজাজে ম্যাচ উপভোগ করার দৃশ্য ধরা পড়ে ক্যামেরায়। এমনকি সেলফিও তোলেন দুই রাষ্ট্রপ্রধান।

বৃহস্পতিবার আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উপস্থিত রয়েছেন ১ লক্ষের বেশি দর্শক। যা এখনও পর্যন্ত টেস্ট ক্রিকেটের নিরীখে সর্বোচ্চ। এর আগে ২০১৩ সালে অ্যাশেজে বক্সিং ডে টেস্টে অ্যাডিলেটে ৯১ হাজার ৯২ জন দর্শক মাঠে উপস্থিত ছিলেন। এদিন সেই রেকর্ড ভাঙল আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। তবে এদিন দুই দেশের রাষ্ট্রপ্রধান মাঠে উপস্থিত থাকার জন্য প্রথমে দর্শকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়েছিল। পরে চাপে পড়ে দর্শকদের স্টেডিয়ামে প্রবেশে অনুমতি দেয় গুররাট ক্রিকেট অ্যাশোসিয়েশন। বৃহস্পতিবার সকাল থেকেই তাই প্রচুর উৎসাহ ও উদ্দিপণা লক্ষ্য করা যায়। একসময় দেখা যায় ১ লক্ষের বেশি ক্রিকেটপ্রেমী হাজির হয়েছেন নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। যদিও এর আগে ২০২২ আইপিএলের একটি ম্যাচে এই স্টেডিয়ামে এক লক্ষের বেশি দর্শক খেলা দেখেছিলেন। ওই ম্যাচে গুজরাট টাইটান্সের মুখোমুখী হয়েছিল রাজস্থান রয়্যালস। সেটা ছিল কোনও টি-২০ ম্যাচে সর্বোচ্চ দর্শকের নজির। এবার টেস্ট ক্রিকেটেও একই নজির গড়ল নরেন্দ্র মোদি স্টেডিয়াম।

About Post Author