সময় কলকাতা ডেস্কঃ আজ ১৬ ফেব্রুয়ারি,গ্রেগরির বর্ষপুঞ্জি অনুসারে বছরের ৪৭তম দিন।
আজকের উল্লেখযোগ্য ঘটনাবলীঃ
১৭০৪ঃঅবিভক্ত বাংলায় পুলিশি ব্যবস্থার প্রচলন হয়
১৮৭৩ঃআজকের দিনটিতেই স্পেনকে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়
২০০৫ঃকিয়েটো প্রটোকল কার্যকর হয়
যে বিখ্যাত মানুষদের আজ জন্মদিনঃ
১৭৩২ঃআমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের জন্মদিন আজ।
১৯০৪ঃভারতের স্বাধীনতা সংগ্রামের কর্মী অন্নদাপ্রসাদ চক্রবর্তী এদিন জন্ম গ্রহন করেন।
১৯১১ঃরবীন্দ্র সংগীত শিল্পী ও কবি অমিতা ঠাকুরের জন্মদিন আজ
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবসঃ
১৯৪৪ঃভারতীয় চলচ্চিত্রের জনক দাদাসাহেব ফালকের প্রয়াণ দিবস আজ
১৯৫৬ঃবাঙালি পদার্থবিদ মেঘনাদ সাহা আজকের দিনে প্রয়াত হন
১৯৬২ঃপ্রখ্যাত সাংবাদিক ও সাহিত্যসেবী হেমেন্দ্রপ্রসাদ ঘোষের প্রয়াণ দিবস আজ
অনেক কিছু না জানা তথ্য জানা গেল, ধন্যবাদ সময় কলকাতা.