স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৮ এপ্রিল: অধিনায়ক হিসেবে অভিষেকটা স্মরণীয় হলনা এডেন মার্করামের। দ্বিতীয় ম্যাচেও হারের মুখ দেখল সানরাইজার্স হায়দ্রাবাদ। শুক্রবার একনা স্পোর্টস সিটি ক্রিকেট স্টেডিয়ামে লখনউ -এর বিরুদ্ধে মাঠে নামে সানরাইজার্স হায়দ্রাবাদ। এদিন টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন হায়দ্রাবাদ। অধিনায়ক মার্করাম। তবে এই সিদ্ধান্তকে কাজে লাগাতে পারেনি হায়দ্রাবাদ শিবির। মূলত লখনউয়ের স্পিন বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পন করেন হায়দরাবাদের ব্যাটাররা।

আরও পড়ুন শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে হুগলি ও হাওড়া জেলায় দু’দিন ধরে মহামিছিলের ডাক
ওপেনার আনমোলপ্রীত সিং ও রাহুল ত্রিপাঠি কিছুটা লড়াই দিলেও বাকিরা ম্যাচে দাগ কাটতে সম্পূর্ন ব্যর্থ হলেন। ওপেনার আনমোলপ্রীত সিং করলেন ২৬ বলে ৩১ রান। ৪১ বলে ৩৫ রান করে হায়দরাবাদের ইনিংসকে সম্মান জনক জায়গায় নিয়ে যান রাহুল ত্রিপাঠী। এদিন হায়দরাবাদের হয়ে ব্যাট হাতে ব্যর্থ অধিনায়ক মার্করাম। ক্রুনাল পান্ডিয়ার প্রথম বলেই বোল্ড হয়ে ডাগআউটে ফেরেন। পাকিস্তান লিগে দুরন্ত ছন্দে থাকা হ্যারি ব্রুকও এদিন ব্যর্থ। ফিরলেন ৩ রান করে। শেষের দিকে নেমে ১০ বলে ২১ রানের ক্যামিও ইনিংস খেলেন আব্দুল সামাদ। হায়দরাবাদের ইনিংস শেষ হয় ২০ ওভারে ৮ উইকেট খুইয়ে ওঠে ১২১ রানে। এদিন বল হাতে ৩ উইকেট নিয়ে নজর কাড়লেন ক্রুনাল পান্ডিয়া।

অল্প রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে আক্রমণাত্মক শুরু করেন লখনউয়ের দুই ওপেনার কে এল রাহুল ও কাইল মায়ার্স। ১৩ রান করে মায়ার্স ফিরলে দলকে এগিয়ে নিয়ে যান রাহুল ও ক্রুনাল। ৩১ বলে ৩৫ রান করে ফেরেন রাহুল। বল হাতে ভেল্কি দেখানোর পর ব্যাট হাতেও এদিন দুরন্ত ছিলেন ক্রুনাল। ২৩ বলে অপরাজিত ৩৪ রানের ইনিংস খেলেন তিনি। শেষ দিকে নেমে ৬ বলে ১১ রানের অপ ইনিংস খেলেন নিকলাস পুরাণ। ২৪ বল বাকি থাকতে ৫ উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় লখনউ সুপার জায়ান্টস। তিন ম্যাচের দুটিতে জিতে আপাতত লীগ শীর্ষে রাহুল বাহিনী।


More Stories
সুপার কাপের মধ্যেই গোলাপি সাজে মোহনবাগান ক্লাব! নেপথ্যে কোন কারণ?
টিম ইন্ডিয়ার আগুন ধুয়ে দিল ক্যানবেরার বৃষ্টি
শ্রেয়সকে নিয়ে দিলেন বড় আপডেট, টি২০ সিরিজ নিয়ে আত্মবিশ্বাসী সূর্য