Home » আন্তর্জাতিক মঞ্চে মুখ পুড়ল পাকিস্তানের, এশিয়া কাপের হাইব্রিড মডেলকে না আরও তিন দেশের

আন্তর্জাতিক মঞ্চে মুখ পুড়ল পাকিস্তানের, এশিয়া কাপের হাইব্রিড মডেলকে না আরও তিন দেশের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৬ জুন: ফের আন্তর্জাতিক মঞ্চে মুখ পুড়ল পাকিস্তানের। এবার আসন্ন এশিয়া কাপে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রস্তাবিত হাইব্রিড মডেলকে প্রত্যাখ্যান করল তিন দেশের ক্রিকেট বোর্ড। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্থান ক্রিকেট বোর্ডও এই মডেলকে প্রত্যাখ্যান করেছে। প্রসঙ্গত,আসন্ন এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করার কথা ছিল পাকিস্তানের। কিন্তু পাকিস্তানের মাটিতে গিয়ে খেলা সম্ভব নয় আগেই জানিয়ে দিয়েছিল ভারত। কারণ হিসেবে উল্লেখ করা হয়েছিল পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা ও দুই দেশের কূটনৈতিক সম্পর্কের বিষয়টি।

যদিও এনিয়ে জলঘোলা কম হয়নি। ভারতের এহেন সিদ্ধান্তের বিরুদ্ধে তোপ দেগেছিলেন পাকিস্তানের অনেক প্রাক্তন ক্রিকেটার ও রাজনীতিবিদ। পাল্টা দিয়েছিল ভারতও। এসবের মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নাজাম শেঠি একটি মডেলের প্রস্তাব দেন। তিনি বলেন,টুর্নামেন্টের কিছু গুরুত্বপূর্ণ খেলা পাকিস্তানের মাটিতে হবে। আর বাকিগুলি হবে নিরপেক্ষ ভেনুতে। সেক্ষেত্রে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে নিরপেক্ষ ভ্যেনু হিসেবে প্রস্তাব দেওয়া হয় সংযুক্ত আরব আমির নাম। এই মডেলকে অনেকে হাইব্রিড মডেল বলেও অভিহিত করে। যদিও পাক বোর্ড প্রধানের মস্তিষ্কজাত এই ফর্মুলা প্রত্যাখ্যানের পথে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তানও।

আরও পড়ুন   ফের স্বমহিমায় ফিরছে কলকাতা ফুটবল লিগ, কবে থেকে শুরু? জেনে নিন

এখন এশিয়া কাপ খেলতে হলে পাকিস্তানকে নিরপেক্ষ ভেন্যুতেই খেলতে হবে। সেক্ষেত্রে এশিয়া কাপে অংশগ্রহণ করা দেশগুলি শ্রীলঙ্কা নাম প্রস্তাব করেছে নিরপেক্ষ ভেন্যু হিসেবে। যদিও সূত্রের খবর, পাকিস্তান ক্রিকেট বোর্ড এখনও হাইব্রিড মডেলে খেলার ব্যাপারে অনড়। এমনকি পাকিস্তান হুঁশিয়ারি দিয়েছে এশিয়া কাপ হাইব্রিড মডেলে না হলে এশিয়া কাপ ও আগামী বিশ্বকাপ তাঁরা বয়কট করবে। কারণ আগামী বিশ্বকাপ আয়োজন করার কথা ভারতের। এই পরিস্থিতিতে পাকিস্থান এশিয়া কাপ না খেললে ষষ্ঠ দল হিসেবে এশিয়া কাপে খেলতে পারে সংযুক্ত আরব আমিরশাহী।

About Post Author