স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৬ সেপ্টেম্বর: এশিয়া কাপের সুপার ফোরে শেষ ম্যাচে বাংলাদেশের কাছে হারতে হয়েছে ভারতকে। হারলেও এশিয়া কাপের ফাইনালে যাওয়া আটকাবে না ভারতের। এই ম্যাচে কোহলি-সহ একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে বাইরে রেখেই নামেন রোহিতরা। ম্যাচেও তার প্রভাব পড়ে। লড়াই করেও শেষ ওভারে শাকিবদের কাছে ৬ রানে হারতে হয় ভারতকে। বাংলাদেশের বিরুদ্ধে ২৬৬ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়তে হয় ভারতকে। রোহিত শর্মা(০), তিলক বর্মা (৫), সূর্য কুমার যাদব (২৬), ঈশান কিষানরা (৫), রবীন্দ্র জাদেজা (৭) এই ম্যাচে চূড়ান্ত ব্যর্থ। ওপেন করতে নেমে একটা দিক আগলে রেখেছিলেন শুভমন গিল।
৪৪ তম ওভারে মেহেদী হাসানকে স্টেপ আউট করে মারতে গিয়ে টাইমিং ভুল করেন গিল। বল গিয়ে জমা পড়ে তাওহীদ হৃদয়ের হাতে। ১৩৩ বলে ১২১ রান করে ফেরেন গিল। ভারতের জয়ের আশাও ক্ষীণ হয়ে যায়। শেষের দিকে হাতে চোট নিয়ে অক্ষর প্যাটেল লড়াই চালিয়েছিলেন। ৩৪ বলে ৪২ রানের ইনিংসও ভারতকে ম্যাচ জেতাতে পারেনি।
গিলের ওই সময়ে দায়িত্বজ্ঞানহীনের মত শট নির্বাচনের খেসারত দিতে হয় ভারতকে। ওই সময় একটু ধৈর্য ধরলে ম্যাচ জিতেই মাঠ ছাড়তে পারত ভারত। ম্যাচ শেষে সেই আক্ষেপ শোনা গিয়েছে ভারতের তরুণ ব্যাটারের কথায়। তিনি বলেন, “অনেক সময় ব্যাটিং করার সময় বেশি অ্যাড্রেনালিন ক্ষরণ হতে থাকে। ফলে সময় জ্ঞানের হিসেব মাথায় থাকে না। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে এই ভুলটি আমি করি।”
আরও পড়ুন এলওসি বরাবর ৩ জঙ্গি নিধন করল ভারতীয় সেনাবাহিনী
তিনি আরও যোগ করেন,“কিন্তু যখন আমি আউট হয়েছিলাম, তখন অনেক সময় বাকি ছিল। আমি যদি আক্রমণাত্মক ব্যাটিং না করতাম, তাহলে আমাদের উপর রানের চাপ আরও বাড়ত। এই ম্যাচগুলি থেকে শিক্ষা পাওয়া যায়। সৌভাগ্যবশত এই খেলাটি ফাইনাল ছিল না।” এশিয়া কাপের ফাইনালকে এখন পাখির চোখ করছেন ভারতের এই নির্ভীক ওপেনার। কারণ শুভমনের কথায়, এশিয়া কাপের ফাইনালে জিততে পারলে বিশ্বকাপের আগে বাড়তি আত্মবিশ্বাস পাবে দল।” এরপর তিনি জানান, ” বিশ্বকাপে পরপর কয়েকটি ম্যাচ হারতে হতে পারে। তাই সতর্ক থেকে জয়ের ধারায় চলতে হবে।”
More Stories
দক্ষিণ আফ্রিকা লিগেও সৌরভ জোর টক্কর দিলেন সঞ্জীব গোয়েঙ্কার দলকে
পুজোর আগেই সিএবি সভাপতি পদে সৌরভ, কমিটিতে থাকছেন কারা?
আমিরশাহিকে ধরাশায়ী করে এশিয়া কাপের যাত্রা শুরু ভারতের