Home » হস্তশিল্পের মাধ্যমে উত্তরবঙ্গে জঙ্গল সংলগ্ন এলাকার নারীদের স্বনির্ভর করতে উদ্যোগ রাজ্যসরকারের

হস্তশিল্পের মাধ্যমে উত্তরবঙ্গে জঙ্গল সংলগ্ন এলাকার নারীদের স্বনির্ভর করতে উদ্যোগ রাজ্যসরকারের

সানী রায়,সময় কলকাতা , ২৩ সেপ্টেম্বর :  উত্তরবঙ্গে প্রান্তিক ও জঙ্গল সংলগ্ন এলাকার মহিলারা জীবনযুদ্ধে বারবার পিছিয়ে পড়েন। খরা, অতিবৃষ্টি বিভিন্ন স্বনির্ভর প্রকল্পে বাধা হয়ে দেখা দেয়। কৃষিকাজ বা পশুপালন সর্বত্র তাঁদের প্রতিবন্ধকতার সামনে পড়তে হয়। এবার রাজ্য তাঁদের স্বনির্ভর করতে বিশেষ মনোযোগ দিল হস্তশিল্পে।

জঙ্গল সংলগ্ন এলাকার মহিলাদের স্বনির্ভর করতে রাজ্য সরকারের উদ্যোগ এবার তাঁদের মুখে হাসি ফোটাতে চলেছে । মেটেলি ব্লকের ধূপঝোরা এলাকার ২৬ জন মহিলা হস্তশিল্পের কাজ করে স্বনির্ভর হয়েছেন। এই এলাকাটি মূলত জঙ্গল ঘেঁষা। সেই সাথে ডুয়ার্সের অন্যতম পর্যটনের আকর্ষণ কেন্দ্র এখানে। বছরের প্রায় বারো মাস প্রচুর পর্যটক ঘুরতে আসেন ডুয়ার্সের মেটিলি ব্লকের মূর্তি, ধূপঝোড়া এলাকায়। পর্যটকরা ফিরে যাওয়ার সময় স্মৃতি হিসেবে এই এলাকার থেকে কিছু না কিছু কিনে নিয়ে যান। আর তাদের পছন্দের তালিকায় থাকে কাঠের তৈরি বিভিন্ন পশু পাখি, চটের তৈরি মাদুর, পাপোশ,ব্যাগ সহ নানান ঘর সাজানোর সামগ্রী। আর এই সমস্ত সামগ্রী তৈরি করছেন এলাকার মহিলারাই। দীর্ঘ কয়েক বছর থেকেই তারা এই কাজের সঙ্গে যুক্ত। তবে হস্তশিল্পের নানান সামগ্রী তৈরি করলেও সেগুলি বিক্রি করার মতো কোনো বিক্রয় কেন্দ্র তাদের ছিল না।লোক মুখে শুনে পর্যটকদের কেউ কেউ সেই সমস্ত মহিলাদের বাড়ি থেকে হস্তশিল্পের সামগ্রিক ক্রয় করতো। এই কারণে সেই রকম বেচাকেনা ছিল না বললেই চলে। তবে রাজ্য সরকারের সহযোগিতায় বিভিন্ন সরকারি পর্যটন কেন্দ্রে হস্তশিল্পের সামগ্রী বিক্রি করার সুযোগ দেওয়া হয়েছে। বলা যেতে পারে স্থায়ী বিক্রয় কেন্দ্র পেয়েছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। যার ফলে বিক্রি বেড়েছে কয়েক গুণ লাভের অংক প্রত্যেকের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হচ্ছে। বাড়ির পুরুষদের পাশাপাশি মহিলারাও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে পরিবারের হাল ধরছে। আর এই কারনে তাদের মুখেও চওড়া হাসি। নিজেদের প্রতিভা, পরিশ্রম ও একাগ্রতার জন্য আজ তারা সফলতা পেয়েছে। সেই সাথে তাদের সহযোগিতা করার জন্য রাজ্য সরকারকেও ধন্যবাদ জানিয়েছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।

পথের সন্ধান মিলছে, সমাজে নারীদের ভূমিকাকে আরও অক্সিজেন দিচ্ছে রাজ্য সরকার।  একদিকে হস্তশিল্প হয়ে উঠবে মজবুত, অন্যদিকে পরিবার হবে সমৃদ্ধশালী – সবমিলিয়ে হাজার ওয়াটের আলো জঙ্গল সংলগ্ন উত্তরের নারীদের মুখে।।

আরও পড়ুন :ত্রাতা লোকো পাইলট, একই দিনে ডুয়ার্সে দুবার রক্ষা পেল হাতি

About Post Author