স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৮ সেপ্টেম্বর: সব সমালোচনার স্ট্রেট ব্যাটে জবাব সৌরভের।স্পেন থেকে রাজ্যে নতুন বিনিয়োগ নিয়ে বড় ঘোষণা করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুরের শালবনিতে দ্বিতীয় ইস্পাত কারখানার করবেন বলে দাবি করেছিলেন বাংলার মহারাজ। যদিও সৌরভের এই ঘোষণা ঘিরে তৈরি হয় জল্পনা। একদিকে রাজনৈতিক সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। অনেকে আবার রাজ্য থেকে এত দূরে গিয়ে বিনিয়োগের ঘোষণা করা নিয়ে প্রশ্ন তোলেন। প্রাথমিকভাবে সব বিতর্ককে এড়িয়ে গিয়েছিলেন তিনি। তবে বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে সব সমালোচনার স্ট্রেট ব্যাটে দিলেন সৌরভ।

বৃহস্পতিবার শহরের একটি অনুষ্ঠানে সৌরভ বলেন, “স্পেন, কলকাতা, দিল্লির মধ্যে আমার কাছে কোনও তফাৎ নেই। আমি এক জন স্বাধীন ব্যক্তি। কোনও বিধায়ক বা সাংসদ নই। কোনও রাজনৈতিক দলের সঙ্গেও সম্পর্ক নেই। যেখানে আমন্ত্রিত হব, সেখানে আমার যাওয়া উচিৎ বলে আমি মনে করি।”
এরসঙ্গে একধাপ এগিয়ে গিয়ে তিনি দাবি করেন মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী হওয়ার জন্য তিনি কারুর কাছে জবাবদিহি করবেন না। তিনি আরও যোগ করেন, “অনেকেই অনেক জায়গায় যায়। আমরা পশুদের সমাজে বাস করি না। আমরা মানুষ, একে অপরের সঙ্গে মতের আদানপ্রদান করি। শুধুমাত্র এখানেই দেখি এটা নিয়ে এত কথা হয়।”

আরও পড়ুন: হোয়াইট ওয়াশের স্বপ্ন অধরা, ভারতকে হারিয়ে একদিনের সিরিজে সম্মান রক্ষা অস্ট্রেলিয়ার
মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী হয়ে গত ১৩ সেপ্টেম্বর স্পেন গিয়েছিলেন সৌরভ। ইউরোপের ওই দেশেই ১৫ সেপ্টেম্বর একটি অনুষ্ঠানে রাজ্যের নতুন লগ্নির কথা ঘোষণা করেছিলেন সৌরভ। এই প্রসঙ্গেও এদিন মুখ খোলেন সৌরভ। তিনি বলেন, ” নতুন ইস্পাত কারখানাটি গড়ে উঠতে সময় লাগবে আগামী ১৬-২০ মাস। বাংলায় নতুন কর্মসংস্থান গড়ে উঠবে। বাংলার ছেলে-মেয়েরা কাজ পাবে। আমি বলব সেখানে কাজের চেষ্টা করতে।” একই সঙ্গে তাঁর পরিবারের ব্যবসার সঙ্গে যুক্ত থাকার অতীত ইতিহাসও স্মরণ করিয়ে দেন মহারাজ। তিনি বলেন,”আমি খেলাধূলার সঙ্গে যুক্ত। কিন্তু আমার পরিবার ব্যবসায়ী পরিবার। ৫০ বছর আগে আমার ঠাকুরদা স্বল্প পুঁজি নিয়ে এই ব্যবসায় নামেন। তখনও রাজ্য সরকারের সহায়তা আমরা পেয়েছি।” বাংলা ব্যবসার জন্য গোটা বিশ্বকে আহ্বান করে বলেও জানিয়েছেন সৌরভ। যদিও আগামী দিনে সক্রিয় রাজনীতিতে তাঁকে দেখতে পাওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন বাংলার মহারাজ।


More Stories
সুপার কাপের মধ্যেই গোলাপি সাজে মোহনবাগান ক্লাব! নেপথ্যে কোন কারণ?
কথায় আছে, নাম দিয়ে যায় চেনা ! দিদি ‘মমতা’ ভাই ‘নরেন্দ্র মোদি’
পানিহাটির পর কোচবিহার,SIR আতঙ্কে রাজ্যে আরও একজনের আত্মহত্যার চেষ্টার অভিযোগ