Home » Real Madrid: লা লিগায় বড় জয় রিয়ালের, সেল্টা ভিগোকে ৪-০ গোলে হারালেন ভিনিরা

Real Madrid: লা লিগায় বড় জয় রিয়ালের, সেল্টা ভিগোকে ৪-০ গোলে হারালেন ভিনিরা

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১১ মার্চ: লা লিগা (La Liga) খেতাবি লড়াইয়ে আরও একধাপ এগোল রিয়াল মাদ্রিদ (Real Madrid)। রবিবার স্যান্টিয়াগো বার্নাব্যুতে সেল্টা ভিগোকে (Celta Vigo) ৪-০ গোলে উড়িয়ে দিল তারা। এই জয়ের ফলে তালিকার শীর্ষস্থানে নিজেদের জায়গা আরও মজবুত করল কার্লো অ্যান্সেলোত্তির দল। দু’নম্বরে থাকা জিরোনার সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান ৭। ২৮ ম্যাচ শেষে রিয়ালের পয়েন্ট ৬৯। সমান সংখ্যক ম্যাচে জিরোনার পয়েন্ট ৬৩। বার্সেলোনার পয়েন্ট ৬১।

আরও পড়ুন: OPTICAL ILLUSION: একটু কঠিন ধাঁধা, নিচের ছবি দুটি থেকে ৪০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে পারবেন?

ম্যাচের শুরু থেকে আধিপত্য দেখায় ৩৫ বারের লা লিগা জয়ীরা। ২১ মিনিটের মাথায় তাদের হয়ে গোলের খাতা খোলেন ভিনি জুনিয়র। কর্নার থেকে রুডিগারের হেড বাঁচিয়ে দেন সেল্টা গোলরক্ষক। তবে বিপদমুক্ত করতে পারেননি। বক্সের মধ্যে ছ’গজ দূরত্ব থেকে গোলের খাতা খোলেন ভিনিসিয়াস জুনিয়র। এই মরশুমে এটা ব্রাজিলিয়ান তারকার দশম গোল। প্রথম গোলের পর বিপক্ষের রক্ষণে চাপ বাড়াতে থাকে রিয়াল। ভিনি-রড্রিগো জুটি বারবার ভয়ঙ্কর হয়ে উঠছিলেন। এই অর্ধে অনেকগুলি ভালো সেভ করেন সেল্টা গোলরক্ষক। প্রথমার্ধে স্কোরবোর্ড পরিবর্তন হয়নি।


আরও পড়ুন: Satwiksairaj Rankireddy and Chirag Shetty: ৩৭ মিনিটে খেল খতম, ফরাসি ওপেন জিতলেন ভারতের সাত্ত্বিক-চিরাগ জুটি

দ্বিতীয় গোলের জন্য রিয়ালকে অপেক্ষা করতে হয় ম্যাচের ৭৯ মিনিট পর্যন্ত। নিজেদের জালে বল জড়িয়ে দেন সেল্টার গোলরক্ষক গুইতা। গোটা ম্যাচে লস ব্ল্যাঙ্কোকে একার হাতে আটকে রেখেছিলেন তিনি। তবে আত্মঘাতী গোলের ক্ষেত্রে তার বিশেষ কিছু করার ছিল না। ৮৮ মিনিটে ফের আত্মঘাতী গোল হজম করতে হয় সেল্টা ভিগোকে। এবার নিজেদের জালে বল জড়িয়ে দেন কার্লোস ডমিঙ্গেজ। তৃতীয় গোল হওয়ার পর আর খেলায় ফিরতে পারেনি সেল্টা। সেই সুযোগে চতুর্থ গোল পেয়ে যায় স্বাগতিকরা। তুরস্কের তরুণ ফরওয়ার্ড আর্দা গুলার দলের হয়ে চতুর্থ গোলটি করেন। রিয়ালে যোগ দেওয়ার পর এটাই প্রথম গোল ১৯ বছরের গুলারের।

About Post Author