Home » Sanjiv Goenka: রাহুলকে মালিকের ধমক, নেটিজেনদের সমালোচনার মুখে লখনউয়ের মালিক সঞ্জীব গোয়েঙ্কা

Sanjiv Goenka: রাহুলকে মালিকের ধমক, নেটিজেনদের সমালোচনার মুখে লখনউয়ের মালিক সঞ্জীব গোয়েঙ্কা

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৯ মে: ম্যাচ হেরে মালিকের ভর্ৎসনার মুখে লখনউ অধিনায়ক কে এল রাহুল ও হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার। হাত নেড়ে দলের কোচ ও অধিনায়কের উদ্দ্যেশ্যে অঙ্গভঙ্গি করেন সঞ্জীব গোয়েঙ্কা । নেটপাড়ায় সেই ভিডিও প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের তোপের মুখে পড়তে হয় এলএসজি কর্ণধারকে। রাহুল কী আপনার অফিসের মজদুর? আবার অনেকে প্রশ্ন তুলেছেন টাকা দিয়ে কী আপনি মাথা কিনে নিয়েছেন? মোট কথা লখনউ দলের মালিকের ব্যবহার যে ক্রিকেটপ্রেমীরা মানতে পারেননি সেকথা তারা স্পষ্ট করে দিয়েছে।

বুধবার হায়দরাবাদের ঘরের মাঠে খেলতে নেমে একেবারে পর্যদুস্ত হতে হয় লখনউ সুপার জায়ন্টসকে। মাত্র ১০ ওভারের মধ্যে ১৬৬ রানের টার্গেট তুলে ফেলে সানরাইজার্স হায়দরাবাদ। তাও কোনও উইকেট না হারিয়ে। বলা চলে লখনউয়ের বোলারদের গলি ক্রিকেটের স্তরে নামিয়ে আনেন হয়দরাবাদের দুই ওপেনার অভিষেক শর্মা ও ট্রাভিস হেড। দলের বোলিংয়ের বেহাল দশা দেখে স্বভাবাতই হতাশ হয়ে পড়েন অধিনায়ক রাহুল।

তবে ম্যাচ শেষে যে এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হবে ভাবেননি ভারতের তারকা ক্রিকেটার। যে ভিডিওটি ভাইরাল হয়েছে তাতে  দেখা যায়, লখনউ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কা রীতিমতো অঙ্গভঙ্গি করে ক্ষোভ প্রকাশ করছেন। কোনো টিম মিটিং না বা ড্রেসিংরুমেও নয় একদম প্রকাশ্যে ক্যামেরার সামনে দর্শকদের সামনে মেজাজ হারাতে দেখা যায় লখনউ দলের কর্ণধারকে। যা নিয়ে রীতিমতো চটেছেন নেটিজেনরা । সঞ্জীব গোয়েঙ্কাকে এক হাত নিয়ে সামাজিক মাধ্যমে কেউ  মন্তব্য করেছেন, “শুধু টাকা থাকলেই আচরন শেখা যায় না।” একজন লিখেছেন “ আপনি কী ক্রিকেটে লালা সংস্কৃতির আমদানী করতে চাইছেন?”

আরও পড়ুন: UEFA Champions League: বার্নাব্যুতে ত্রাতা হোসেলু, বায়ার্নকে হারিয়ে চ্যাম্পিয়ান্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদ

আইপিএলের যে ফ্র্যাঞ্জাইজি দলগুলি অংশ নেয় তার মালিকানায় রয়েছেন দেশের অনেক প্রভাবশালী ব্যাক্তি। কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান। কলকাতার ম্যাচ থাকলে ভিআইপি বক্সে হাজির হয়ে যান বলিউডের বাদশা। অনেক সময় সপরিবারেও তাকে দেখা গিয়েছে। কিন্তু দল হারুক বা জিতুক, খেলাকে স্পোর্টিংলি নেন তিনি। ক্রিকেটারদের কিছু বলার থাকলে ড্রেসিংরুমে বলেন। গোয়েঙ্কার রাহুলের প্রতি এই ব্যবহারের পর অনেক নেটিজেন তাকে শাহরুখের থেকে শিক্ষা নিতে বলেছেন। মুম্বই দলের মালকিন নীতা আম্বানি থেকে পঞ্জাবের প্রীতি জিন্টা মাঠে খেলাকে খেলার মানসিকতায় তারা নিয়ে থাকেন। কিন্তু বুধবার সঞ্জীব গোয়েঙ্কার ব্যবহার অবাক করেছে গোটা ক্রিকেট মহলকে।

About Post Author