Home » Copa America : কানাডাকে হারিয়ে কোপা আমেরিকা সফর শুরু গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার

Copa America : কানাডাকে হারিয়ে কোপা আমেরিকা সফর শুরু গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২১ মেঃ জয় দিয়েই কোপা আমেরিকা শুরু করল গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কানাডাকে হারিয়ে দিল তারা। মেসিরা জিতলেন ২-০ গোলে। কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার প্রথম কোনও বড় প্রতিযোগিতায় নামল লিওনেল স্কালোনির দল।  আর সেই ম্যাচেই তারা বুঝিয়ে দিলেন কেন তারা বিশ্ব চ্যাম্পিয়ন।

আরও পড়ুনঃ Optical Illusion: এই কঠিন ধাঁধার সমাধান করে দেখান, ৩০ সেকেন্ডের মধ্যে নিচের ছবি দুটি থেকে ৩ টি পার্থক্য খুঁজে বার করুন

ভারতীয় সময় শুক্রবার ভোরে জর্জিয়ার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে কানাডার বিরুদ্ধে নেমেছিল আর্জেন্টিনা। এবারের প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে নিজেদের দাপট দেখালেন মেসিরা। শুরু থেকে বিপক্ষের বক্সে আক্রমণে ঝড় তোলেন তাঁরা। মাঝমাঠকে নিয়ন্ত্রণে রেখে আক্রমণে উঠছিলেন তাঁরা। সামনে অভিজ্ঞ মেসির সঙ্গে হুলিয়ান আলভারেজকে রেখে দল সাজিয়েছিলেন আর্জেন্টিনার কোচ। গতি কমলেও এখনও যে দলের আক্রমণকে নিয়ন্ত্রণে করার ক্ষমতা তিনি রাখেন প্রমাণ দিলেন এলএমটেন। আমেরিকার লিগে খেলার সৌজন্যে এই মাঠও তাঁর পরিচিত। প্রথমার্ধে সুযোগ তৈরি করলেও গোলের খোঁজ পায়নি গতবারের লাতিন আমেরিকার সেরারা।

আরও পড়ুনঃ ভ্যাপসা গরম কাটিয়ে অবশেষে স্বস্তির বৃষ্টিতে ভিজল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা, সঙ্গে ঝোড়ো হাওয়া, শুক্রতে দুর্যোগ আরও বাড়বে

মেসিদের প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হল ৪৯ মিনিট পর্যন্ত। দলের হয়ে প্রথম গোলটি করেন হুলিয়ান আলভারেস। ম্যাক অ্যালিস্টারের বাড়ানো বলে ডান পায়ের মাটি ঘেঁষা শটে গোল করেন ম্যানচেস্টার সিটি তারকা। ম্যাচের শেষ দিকে দলের হয়ে ব্যবধান বাড়ান লাউতারো মার্তিনেস। এক্ষেত্রে তাঁকে গোলের বল সাজিয়ে দিয়েছিলেন আর্জেন্টার অধিনায়ক মেসি। বক্সের বাইরে থেকে নিখুঁথ থ্রু বলে তিনি খুঁজে নিয়েছিলেন মার্টিনেজকে।

আরও পড়ুনঃ International Yoga Day 2024: বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস, ডাল লেকের তীরে যোগাসন প্রধানমন্ত্রী মোদির, সামিল নেতা-মন্ত্রীরাও

কানাডার দল খুব দুর্বল নয়। দলে আলফান্সো ডেভিস, জোনাথন ডেভিডের মত তারকারা রয়েছেন। কিন্তু বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে এদিন বেশি কিছুই করতে পারলেন না তাঁরা। পরিসংখ্যান বলছে মেসিদের তুলনায় মাত্র ৩৫ শতাংশ বল নিজেদের দখলে তারা রাখতে পেরেছিলেন। গোলে শট রেখেছিলেন মাত্র দুটি। সব মিলিয়ে কানাডার বিরুদ্ধে বেশ দাপুটে জয় দিয়েই কোপা অভিযান শুরু করল আর্জেন্টিনা। তাদের পরের ম্যাচ চিলির বিরুদ্ধে। আগামী ২৬ জুন।

About Post Author