স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৭ অক্টোবরঃ ওসাসুনার বিরুদ্ধে হার নিছকই একটা দুর্ঘটনা! রবিবার লা লিগায় এই বার্তাটি দিলেন রবার্ট লেভানডস্কি, রাফিনহারা। তাঁদের সৌজন্যে আলাভেসকে ৩-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা। মাত্র ৩২ মিনিটে দলের হয়ে হ্যাটট্রিক করে নজির গড়লেন কাতালান ফরোয়ার্ড লেভানডস্কি।
হ্যান্সি ফ্লিক কোচের দায়িত্ব নেওয়ার পর, বদলে গিয়েছে বার্সেলোনা ফুটবলারদের শারীরিক পরিভাষা। টানা সাত ম্যাচ জয় দিয়ে এ বারের লা লিগা অভিযান শুরু করেছে তারা। কিন্তু লিগে নিজেদের শেষ ম্যাচে অপ্রত্যাশিতভাবে ওসাসুনার কাছে ৪-২ হেরে যায় কাতালানরা। অনেকটা পচা শামুকে পা কাটার মত। কিন্তু সাত দিনের ব্যবধানে আবার চেনা ছন্দে ফিরল লিওনেল মেসির প্রাক্তন ক্লাব।
বিপক্ষের মাঠ হলেও, শুরু থেকে দাপট দেখায় বার্সেলোনা। ৫ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহা। কিন্তু সেই গোল অফসাইডের জন্য বাতিল হয়ে যায়। যদিও প্রথম গোলের জন্য বেশি সময় অপেক্ষা করতে হয়নি কুলারদের। ৭ মিনিটের মাথায় ফ্রিকিক থেকে সেই রাফিনহার সাজিয়ে দেওয়া বলে মাথা ছুঁইয়ে গোল করেন লেভানডস্কি। এগিয়ে যায় বার্সেলোনা। ২২ মিনিটের মাথায় ব্যবধান বাড়ায় সফরকারীরা। দলের ও নিজের দ্বিতীয় গোলটি করেন পোল্যান্ডের স্ট্রাইকার। এবারও বাঁ দিক থেকে রাফিনহার বাড়ানো ঠিকানা লেখা পাস জালে জড়িয়ে দেন বায়ার্নের প্রাক্তন স্ট্রাইকার। ২৪ মিনিটের মাথায় তৃতীয় গোলের সুযোগ পেয়ে গিয়েছিল বার্সেলোনা। কিন্তু জোড়া সেভ করে দলকে সাময়িক পতনের হাত থেকে বাঁচিয়ে দেন আলাভেস গোলরক্ষক আন্তোনিও সিভেরা। ৩২ মিনিটে তাঁকে ফের লেভানডস্কির কাছেই পরাস্ত হতে হয়। এরিক গার্সিয়ার বাড়িয়ে দেওয়া পাস ধরে নিখুঁত দক্ষতায় জালে জড়িয়ে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ৩৬ বছরের ফরোয়ার্ড। প্রথমার্ধের শেষে এক গোল শোধ করে আলাভেস। তবে অফসাইডের জন্য তা বাতিল হয়ে যায়। দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি গোলের সুযোগ হাতছাড়া করে দুটি দল। খেলার শেষদিকে আবারও আলাভেসের গোল অফসাইডে বাতিল হওয়ায়, কোনও গোল হজম করতে হয়নি বার্সা শিবিরকে। শেষ পর্যন্ত ৩-০ গোলে জিতেই মাঠ ছাড়ে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।
আরও পড়ুনঃ বাংলাদেশকে নিয়ে ছেলেখেলা করে জিতল ভারত
৩২ মিনিটের হ্যাটট্রিকে নয়া নজির গড়েছেন লেভানডস্কি। লা লিগায় বার্সেলোনার হয়ে করা দ্রুততম হ্যাটট্রিকের তালিকায় চতুর্থ নম্বরে জায়গা করে নিয়েছেন তিনি। একই সঙ্গে করে ফেললেন এই মরশুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১২ গোল। এই জয়ের ফলে ৯ ম্যাচে ২৪ পয়েন্ট পেয়ে লিগ শীর্ষে নিজেদের অবস্থান পাকা করল কাতালান ব্রিগেড।
More Stories
দক্ষিণ আফ্রিকা লিগেও সৌরভ জোর টক্কর দিলেন সঞ্জীব গোয়েঙ্কার দলকে
পুজোর আগেই সিএবি সভাপতি পদে সৌরভ, কমিটিতে থাকছেন কারা?
আমিরশাহিকে ধরাশায়ী করে এশিয়া কাপের যাত্রা শুরু ভারতের