স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১১ অক্টোবরঃ গত জুলাই মাসে কোপা আমেরিকার ফাইনালে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন কাঁদতে কাঁদতে। তার প্রায় তিনমাস পর মাঠে ফিরলেন লিওনেল মেসি। শুক্রবার বিশ্বকাপের বাছাই পর্বে ভেনেজুয়েলার বিরুদ্ধে খেললেন পুরো ম্যাচ। কিন্তু তাঁর উপস্থিতিতেও জয় পেল না আর্জেন্টিনা । মাতুরিনের বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়তে হল কোপা আমেরিকা জয়ীদের।
গতমাসে বিশ্বকাপের বাছাই পর্বে প্রথম হারের মুখ দেখতে হয়েছিল লিওনেল স্কালোনির শিষ্যদের। কোপা ফাইনালে হারানো কলম্বিয়ার কাছেই ধাক্কা খেতে হয়েছিল তাদের। শুক্রবারও জয়ের সরণীতে ফিরতে পারল না আর্জেন্টিনা । বৃষ্টির জন্য এদিন নির্ধারিত সময়ের ৩০ মিনিট পর ম্যাচ শুরু হয়। প্রথম একাদশে একাধিক পরিবর্তন করেছিলেন আর্জেন্টিনার কোচ। নির্বাসন চলায় গোলের তলায় ছিলেন না এমি মার্টিনেজ। তাঁর জায়গায় শুরু করেন জেরোনিমো রুলি। এছাড়া প্রথম একাদশের একাধিক ফুটবলারকে ছাড়া দল নামিয়েছিলেন আর্জেন্টিনার কোচ। তবে দলে একাধিক পরিবর্তন যত না সমস্যা তৈরি করেছে, তার থেকে বেশি সমস্যা তৈরি করেছিল বৃষ্টির জন্য মাঠের বেহাল দশা। নিজেদের স্বাভাবিক ফুটবলটা খেলতে পারছিলেন না বিশ্বচ্যাম্পিয়নরা।
আরও পড়ুনঃ মুলতানে তান্ডব রুট-ব্রুক জুটির, চতুর্থ দিনে রেকর্ডের ছড়াছড়ি, কী কী রেকর্ড দেখে নিন..
যদিও প্রতিকুল পরিস্থির মধ্যেও ১৩ মিনিটের মাথায় এগিয়ে যায় আর্জেন্টিনা। বক্সের বাইরে থেকে ফ্রি-কিক নেন লিওনেল মেসি। সেই শট রুখে দিলেও সম্পূর্ণ বিপদমুক্ত করতে পারেননি ভেনেজুয়েলার গোলরক্ষক। বক্সের মধ্যে সুযোগ পেয়ে গোল করতে ভুল করেননি অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি। তবে প্রথমে গোল পেয়ে গেলেও মাঠের জন্য বিশ্বচ্যাম্পিয়নদের খেলায় সেই গতি দেখা যায়নি। বিক্ষিপ্তভআবে দূরপাল্লার শট মারছিলেন দুই দলের ফুটবলাররা। বিরতির একটু পর ম্যাচে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ পেয়ে যায় ভেনেজুয়েলা। কিন্তু আর্জেন্টিনার গোলরক্ষকের তৎপরতায় সে যাত্রায় বেঁচে যায় আর্জেন্টিনা। পাল্টা আক্রমণে কোপাজয়ীরাও চেষ্টা করছিল ব্যবধান বাড়ানোর। তবে দ্বিতীয় গোলের সন্ধান তারা পায়নি। অন্যদিকে ম্যাচে সমতা ফেরাতে মরিয়া ছিল ভেনেজুয়ালা। শেষ পর্যন্ত তাদের সেই লক্ষ্য পূরণও হয়। ইয়েরেফসন সোতেলদোর ক্রসে দুরন্ত হেডারে ভেনেজুয়েলাকে সমতায় ফেরান সালোমন রনডন। এরপর প্রতিকূল পরিবেশের মধ্যেও দুই দলই মরিয়া হয়ে চেষ্টা করে ব্যবধান বাড়াতে। কিন্তু সেই গোলের দেখা তারা পায়নি।
More Stories
দক্ষিণ আফ্রিকা লিগেও সৌরভ জোর টক্কর দিলেন সঞ্জীব গোয়েঙ্কার দলকে
পুজোর আগেই সিএবি সভাপতি পদে সৌরভ, কমিটিতে থাকছেন কারা?
আমিরশাহিকে ধরাশায়ী করে এশিয়া কাপের যাত্রা শুরু ভারতের