সময় কলকাতা ডেস্ক:- হায়দ্রাবাদে ছাত্র বিক্ষোভ কভার করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন সাংবাদিক সুমিত ঝা। স্বাভাবিকভাবে তেলেঙ্গানাতে কংগ্রেস সরকার সমালোচনার মুখে পড়েছে। বিরোধী বিআরএস-এর কার্যকরী সভাপতি এই ইস্যুতে কংগ্রেস সরকারকে তীব্র আক্রমণ করে বলেছেন ‘দুশমন কি দোকান।’
এদিকে কংগ্রেস সরকার কোনও বিরোধিতা সহ্য করতে রাজি হচ্ছে না। কেউ যদি বিন্দুমাত্র সমালোচনা করে তাহলেই তার বিরুদ্ধে পুলিশ কেস দায়ের করা হচ্ছে। বিআরএস-এর কার্যকরী সভাপতি এই ব্যাপারে কংগ্রেসের জাতীয় নেতা রাহুল গান্ধীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, আপনি গোটা দেশজুড়ে গণতন্ত্রের পক্ষে বক্তৃতা দিয়ে বেড়াচ্ছেন, আর এদিকে কংগ্রেস শাসনাধীন তেলেঙ্গানা তে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে।
উল্লেখ্য, সম্প্রতি হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের চারশো একর জমি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পাশাপাশি বেশ কিছু গাছ কেটে ফেলা হচ্ছে। তার বিরুদ্ধেই বিক্ষোভ দেখাচ্ছিল ছাত্ররা। সুমিত ঝা সেই বিক্ষোভ কভার করতে গিয়েই গ্রেফতার হয়েছেন।


More Stories
সোনাজয়ী স্বপ্না বর্মন এবার কোন রাজনৈতিক দলে?
SIR বা বিশেষ নিবিড় সংশোধন বঙ্গ সহ ১২ রাজ্যে জারি করল নির্বাচন কমিশন
এসআইআর(SIR) বা বিশেষ নিবিড় সমীক্ষা: তৃণমূল-বিজেপি তর্জা জারি