Home » রাস্তা তো নয়, এ যেন একেবারে মরণফাঁদ!

রাস্তা তো নয়, এ যেন একেবারে মরণফাঁদ!

সময় কলকাতা ডেস্ক:- রাস্তা তো নয়, এ যেন একেবারে মরণফাঁদ! একে তো অনবরত বৃষ্টি, তার ওপর জমা জল। তবে বৃষ্টি একটু কমলে সে জল তো নেমে যাবে। কিন্তু, রাস্তার এমন বেহাল দশা থাকে যে তা দিয়ে চলার উপায় নেই! এমনই এক দৃশ্য ধরা পড়ল সময় কলকাতার সাংবাদিকদের ক্যামেরায়।

উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসাত। সেই বারাসাতেরই ব্যস্ততম রাস্তা হল যশোর রোড। তবে ব্যস্ততম হলেও এই রাস্তার রূপ দেখলে তা বোঝার উপায় নেই। রাস্তার বেহাল দশা। খানাখন্দে ভর্তি, বড় বড় গর্ত, সেই গর্তে জমেছে জল। নিত্যদিনই দুর্ঘটনার ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার মানুষের, গাড়ির চালকদের। খানা-খন্দ আর গর্তই যেন দিকচিহ্ন। এই পথদুর্ভোগ ও দায় ঠেলাঠেলি বর্ষার মহা-দুর্বিপাকেরই আন্দাজ দেয়। বারাসাতে ভগ্নদশায় পড়ে থাকা সেই ব্যস্ততম রাস্তা যশোর রোডে পৌঁছে গেলেন সময় কলকাতার প্রতিনিধি। কথা বললেন পথচারী, গাড়ির চালকদের সাথে।

একজন পথচারী সময় কলকাতার প্রতিনিধিকে জানান যে, এই রাস্তায় রোজ দুর্ঘটনা ঘটেই চলেছে। সরকার ও প্রশাসনের তরফে কোনও ব্যবস্থাই নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর এসব কিছু নজরেই আসে না।

এদিকে একজন অটো চালক বলেন যে, এমন ভাবেই রাস্তা ঠিক করা হয় যে রাস্তা ঠিক করার ১০ দিনের মধ্যেই তা খারাপ হয়ে যায়। দুর্ঘটনা তো প্রতিনিয়ত হয়েই চলেছে। দ্রুত এই রতা সঠিক ভাবে মেরামত করা উচিত।

 

About Post Author