Home » প্রস্তুতি ম্যাচ না খেলেই এশিয়া কাপে নামবে ভারত, গম্ভীরের পরিকল্পনা নিয়ে উঠছে প্রশ্ন

প্রস্তুতি ম্যাচ না খেলেই এশিয়া কাপে নামবে ভারত, গম্ভীরের পরিকল্পনা নিয়ে উঠছে প্রশ্ন

মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরই ভারতীয় দলের মিশন এশিয়া কাপ। টি২০ বিশ্বকাপের পরীক্ষা নীরীক্ষার মঞ্চ ভারতীয় দলের কাছে। ভারতীয় দলের প্রস্তুতি শিবির দেশে হবে না। দল সংযুক্ত আরব আমিরশাহি পৌঁছে শুরু হবে শিবির।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী,এশিয়া কাপের জন্য ভারতীয় দলের সফরসূচি চূড়ান্ত করেছে বিসিসিআই। সেই সূচি অনুযায়ী, আগামী ৫ সেপ্টেম্বর থেকে দুবাইয়ে শুরু হবে প্রস্তুতি শিবির। এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচ ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে। ৯ সেপ্টেম্বর পর্যন্ত চারদিনের একটা প্রস্তুতি শিবির হবে। দুবাইয়ের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে ওই প্রস্তুতি শিবির ভারতে করার বদলে দুবাইয়ে করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

গত মঙ্গলবার এশিয়া কাপের জন্য  ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। ভারতীয় দল ঘোষণা করেন  টি২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব ও প্রধান নির্বাচক অজিত আগরকর। নেতৃত্বে সূর্যকুমার তাঁর ডেপুটি করা হয়েছে শুভমান গিলকে ।

২৪ এবার আটটি দল অংশ নিচ্ছে টুর্নামেন্টে। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের পাশাপাশি মাঠে দেখা যাবে ওমান, সংযুক্ত আরব আমিরশাহী ও হং কং-কে। গ্রুপ-এ’তে টিম ইন্ডিয়ার সঙ্গে রয়েছে পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহী ও ওমান।প্রতিযোগিতায় ভারতের দ্বিতীয় ম্যাচ পাকিস্তানের সঙ্গে ১৪ সেপ্টেম্বর। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সূর্যকুমারেরা ওমানের মুখোমুখি হবেন ১৯ সেপ্টেম্বর।  প্রতিযোগিতা শুরুর আগে দুটো প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান। গম্ভীরের পরিকল্পনায় এখনও পর্যন্ত তেমন কিছু নেই।

এদিকে এশিয়া কাপের আগে ভালেো ছন্দে আছেন রিঙ্কু সিং।  ইউপি টি-টোয়েন্টি লিগে রিঙ্কু খেলছেন মেরঠ মাভেরিক্সের হয়ে। বৃহস্পতিবার গোরক্ষপুর লায়ন্সের বিরুদ্ধে। লখনউয়ের একনা স্টেডিয়ামের এই ম্যাচে ৪৮ বলে ১০৮ রানের আগ্রাসী ইনিংস খেলেছেন রিঙ্কু।

 

About Post Author