Home » স্পনসর পেতে দরপত্র আহ্বান, একগুচ্ছ শর্ত জুড়ে দিল বিসিসিআই

স্পনসর পেতে দরপত্র আহ্বান, একগুচ্ছ শর্ত জুড়ে দিল বিসিসিআই

দেবজিত সাইকিয়া

দেবজিত সাইকিয়া

স্পনসর নিয়ে কিছুটা দূরে চলো নীতি নিতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড অতীতে স্পনসর নিয়ে অনেকবার সমস্যার মধ্যে পড়তে হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে নিয়েছে। এবার সরকারিভাবে স্পনসরের জন্য দরপত্র আহ্বান করল বিসিসিআই। তবে স্পনসর নিয়ে এবার সাবধানী বোর্ড।

বোর্ডের পক্ষ থেকে দরপত্র আহ্বান করা হয়েছে। তাতে বলা হয়েছে, আগ্রহী ভারতীয় সংস্থাগুলিকে আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে অফেরতযোগ্য ৫ লাখ টাকা দিয়ে আবেদন পত্র সংগ্রহ করতে হবে। জিএসটি (৯০ হাজার টাকা) আলাদা। দরপত্র জমা দেওয়ার শেষ দিন ১৬ সেপ্টেম্বর। বিদেশি সংস্থাগুলিকে আবেদন পত্র সংগ্রহ করতে হবে ৫৬৭৫ ডলারের (প্রায় ৫ লাখ ২৫০ টাকা) বিনিময়ে। জানানো হয়েছে, আবেদন পত্র বাতিল করার সম্পূর্ণ অধিকার থাকবে বিসিসিআইয়ের।

 

একইসঙ্গে বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রথমত, বিডারদের অনলাইন গেমিং, বেটিং এবং জুয়ার সঙ্গে যোগাযোগ থাকলে হবে না। দ্বিতীয়ত, কোনও ভারতীয় নাগরিককে অনলাইন গেমে না বেটিংয়ে সাহায্য করা যাবে না। তৃতীয়ত, কোনও ভারতীয় নাগরিক বেটিংয়ের সঙ্গে যুক্ত থাকলে, তাঁকে এবং তাঁর সংস্থাতে কোনও লগ্নি করা যাবে না।’

ইতিমধ্যেই অনেক ব্র্যান্ডের বিসিসিআইয়ের সঙ্গে চুক্তি রয়েছে। তারমধ্যে রয়েছে ক্রীড়া সরঞ্জাম উৎপাদনকারী সংস্থা। বর্তমানে এই তালিকায় রয়েছে অ্যাডিডাস, ক্যাম্পা কোলা, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক এবং এসবিআই লাইফ। তাঁরা বিড করতে পারবে না। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, স্যারোগেট ব্র্যান্ডিংয়ের মাধ্যমেও বিড জমা করা যাবে না।

কারা হবে বিসিসিআইয়ের নতুন স্পনসর? শোনা যাচ্ছে, দুই বিদেশি সংস্থার সঙ্গে কথা বলছে বোর্ড। স্পনসর হওয়ার জন্য টয়োটা মোটর কর্পোরেশন ও ফিনটেক স্টার্ট আপ সংস্থার সঙ্গে কথা বলছে বিসিসিআই। জাপানি বহুজাতিক মোটরগাড়ি প্রস্তুতকারক সংস্থার আজ বিশ্বজোড়া নাম।

About Post Author