ইউএস ওপেন চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ । ম্যাচের ফল ৬-২, ৩-৬, ৬-১, ৬-৪। চার সেটের লড়াইয়ে সিনারকে হারিয়ে ইউএস ওপেনে চ্যাম্পিয়ন হলেন আলকারাজ। নাদালের ছাত্র দু’বার ইউএস ওপেনের সঙ্গে ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনও জিতেছেন দু’বার করে।
এই নিয়ে টানা তিনটি গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে সিনার- আলকারাজ দ্বৈরথ দেখল টেনিসবিশ্ব। তবে, ইউএস ওপেনে সমস্ত দিক থেকে প্রতিপক্ষ সিনারকে টেক্কা দিলেন আলকারাজ।। দ্বিতীয় কনিষ্ঠ খেলোয়াড় হিসাবে মাত্র ২২ বছর বয়সে ছ-ছ’টি গ্র্যান্ড স্ল্যাম জিতে নজির গড়লেন এই স্প্যানিশ তারকা। তালিকায় প্রথম স্থানে বিয়র্ন বোর্গ।
টস জিতেও প্রথমে সিনারকে সার্ভিস করার আমন্ত্রণ আলকারাজ। পরিকল্পনা কাজেও লাগাতে থাকেন প্রথম থেকেই। প্রথম গেমেই সিনারের সার্ভিস ভেঙে দেন তিনি। সেই শুরু এরপর ম্যাচের সময় যত এগিয়েছে ততই আধিপত্য বিস্তার করেছেন।
প্রথম সেটে অনায়াস জয় তুললেন, কিন্তু দ্বিতীয় সেটে খেলায় ফিরলেন সিনার। ৬-৩ জিতে সমতা ফেরালেন। কিন্তু তৃতীয় সেট থেকে একেবারেই ছন্দহীন সিনার। চতুর্থ সেটেও একই ছবি। আরও এক বার সিনারের সার্ভিস ভাঙলেন আলকারাজ।
ম্যাচের শুরু থেকেই আলকারকাজের দাপট। যেন জয়ের লক্ষ্য স্থির করেই কোর্টে নেমেছিলেন স্প্যানিশ তরুণ। এই ম্যাচে তাঁর খেলা দেখে মনে হল, নিজের সেরা ফিটনেসে নেই সিনার। চতুর্থ সেট যখন শুরু হচ্ছে, তখনও সমান চনমনে নাদালের ছাত্র। আসলে মানসিকতায় অনেক এগিয়ে ছিলেন আলকারাজ।
২০২২ সালের পর দ্বিতীয় বার যুক্তরাষ্ট্র ওপেন জিতলেন আলকারাজ।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফাইনাল ম্যাচ দেখতে এসেছিলেন স্টেডিয়ামে। তাঁর জন্য বাড়তি নিরপত্তার কারণে ম্যাচ শুরু করতে কিছুক্ষণ দেরি হল।
খেতাব জয়ের পর আলকারাজ বলেন, আমাদের এই দ্বৈরথ দু’জনকেই আরও ভালো খেলোয়াড় হতে সহযোগিতা করেছে। তোমার সঙ্গে অনেক সুখ স্মৃতি আছে। তুমি আমার পরিবারের মতোই প্রিয়।
More Stories
দক্ষিণ আফ্রিকা লিগেও সৌরভ জোর টক্কর দিলেন সঞ্জীব গোয়েঙ্কার দলকে
পুজোর আগেই সিএবি সভাপতি পদে সৌরভ, কমিটিতে থাকছেন কারা?
আমিরশাহিকে ধরাশায়ী করে এশিয়া কাপের যাত্রা শুরু ভারতের