হকিতে এশিয়া সেরা ভারত, রবিবার রাজগীরে ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়ে পুরুষদের এশিয়া কাপ হকিতে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ভারতীয় দলেক শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় দলের পারফরম্যান্সের উচ্ছসিত প্রশংসা করলেন নমো।
ভারতের জয়ের পর মোদি লিখেছেন, “বিহারের রাজগিরে অনুষ্ঠিত এশিয়া কাপ ২০২৫-এ দুর্দান্ত জয়ের জন্য আমাদের পুরুষ হকি দলকে অভিনন্দন । এই জয় আরও বিশেষ কারণ তারা বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে পরাজিত করেছে ! এটি ভারতীয় হকি এবং ভারতীয় খেলাধুলার জন্য একটি গর্বের মুহূর্ত । আমাদের খেলোয়াড়রা আরও উচ্চতায় চড়তে থাকুক এবং জাতির জন্য আরও গৌরব বয়ে আনুক !”
গোটা টুর্নামেন্টে অপরাজিত ভারত। গ্রুপ পর্বে চিন, জাপান, কাজাখস্তানকে হারান হরমনপ্রীতরা। সুপার ফোরে এই দক্ষিণ কোরিয়ার কাছেই ২-২ গোলে আটকে গিয়েছিল। এদিন অবশ্য দাপটের সঙ্গেই এশিয়া কাপ জিতে নিল ভারত।
এশিয়ান গেমস, এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির পর এবার এশিয়া কাপ হকিতেও খেতাব জিতল ভারত।সেই সঙ্গে হকি বিশ্বকাপের টিকিট ও নিশ্চিত করলে ভারত।ভারত হল বিশ্বের চতুর্থ দল যারা প্রতিটি হকি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল। বাকি তিনটি দল হল জার্মানি, নেদারল্যান্ডস এবং স্পেন। ভারত মাত্র এক বারই বিশ্বকাপ জিতেছে।
ফা্ইনাল ম্যাচে জোড়া গোল করে ফাইনালের নায়ক দিলপ্রীত সিংহ। অপর দু’টি গোল সুখজিৎ সিংহ এবং অমিত রোহিদাসের।ম্যাচের শুরু থেকেই আধিপত্য নিয়ে খেলতে শুরু করে ভারত প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে যায় ভারতীয় দল। শেষ দুই কোয়াটারে আরও দুই গোল হল।
More Stories
দক্ষিণ আফ্রিকা লিগেও সৌরভ জোর টক্কর দিলেন সঞ্জীব গোয়েঙ্কার দলকে
পুজোর আগেই সিএবি সভাপতি পদে সৌরভ, কমিটিতে থাকছেন কারা?
আমিরশাহিকে ধরাশায়ী করে এশিয়া কাপের যাত্রা শুরু ভারতের