Home » দক্ষিণ আফ্রিকা লিগেও সৌরভ জোর টক্কর দিলেন সঞ্জীব গোয়েঙ্কার দলকে

দক্ষিণ আফ্রিকা লিগেও সৌরভ জোর টক্কর দিলেন সঞ্জীব গোয়েঙ্কার দলকে

দক্ষিণ আফ্রিকা টি২০ লিগে  একাধিক ক্রিকেটারকে নেওয়া  নিয়েও কলকাতা বনাম কলকাতা।  প্রিটোরিয়া ক্যাপিটালসের সঙ্গে জোর লড়াই হল ডারবান সুপার জায়ান্টসের। নিমালের আসরে ঝড় তুললেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং বিনয় চোপড়া।

কেশব মহারাজকেও পেয়েছে সৌরভের দল।  নিলামে তাঁর জন্য প্রায় ৮৬ লক্ষ টাকা খরচ করেছে সৌরভের দল। ফলে দল গুছিয়ে নিতে শুরু করেন মহারাজ।

নিলামে কোচ হিসাবে প্রিটোরিয়া ক্যাপিটালসের টেবিলে ছিলেন সৌরভ। সঞ্জীব গোয়েন্‌কার দল ডারবান সুপার জায়ান্টসের ডিরেক্টর হিসাবে সেই দল সামলাচ্ছেন বিনয়।

এডেন মার্করাম এবং ডেওয়াল্ড ব্রেভিসকে নেওয়ার সময় প্রিটোরিয়া ক্যাপিটালস এবং ডারবান সুপার জায়ান্টসের মধ্যে লড়াই হয়।প্রথমে রেকর্ড দামে বিক্রি হন মার্করাম। তাঁকে ভারতীয় মুদ্রায় প্রায় ৭ কোটি টাকা কেনে ডারবান সুপার জায়ান্টস।

নিলামের জন্য ওঠে ব্রেভিসের নাম, তঁাকে নেওয়ার জন্য আগ্রহী ছিল একাধিক দলও।  পরে আসরে নামেন মহারাজ এবং বিনয় উভয়েই।  কিন্তু মার্করাম না পেয়ে ব্রেভিসকে পেতে মরিয়া ছিলেন মহারাজ। শেষ পর্যন্ত ১ কোটি ৬৫ লাখ র‌্যান্ডে (ভারতীয় মুদ্রায় ৮ কোটি ৩১ লাখ টাকা) ব্রেভিসকে দলে পায় সৌরভের দল। ফলে এই রাউন্ডে মহারাজ ফলাফল ১-১ করে দিলেন।

 

About Post Author