শুক্রবার একধাক্কায় H1B ভিসার দাম ১ লক্ষ ডলার করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে বিপাকে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কর্মরত বহু ভারতীয়। এই পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণে নামল বিরোধীরা। যদিও, নয়া ভিসা নীতি নিয়ে প্রচ্ছন্ন বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্রাম্প প্রসঙ্গে মোদিকে ব্যঙ্গ রাহুল গান্ধির
ভিসা নীতি নিয়ে প্রচ্ছন্ন বার্তা মোদির
এবার H1B ভিসা পেতে গেলে ভারতীয় মুদ্রায় গুনতে হবে ৮৮ লক্ষ ১১ হাজার টাকা! ভিসার খরচ এক ধাক্কায় এতটা বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেওয়ায় মার্কিন সংস্থাগুলির পাশাপাশি আমেরিকায় কাজ করতে ইচ্ছুক ভারতীয়দের কপালে ভাঁজ পড়বে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এইচ ওয়ান বি ভিসা নীতি বদল নিয়ে সেই সিদ্ধান্ত সামনে আসতেই রাজনৈতিক ঝড় উঠল এদেশে। শনিবার কংগ্রেস শিবির থেকে লাগাতার ঝাঁকে ঝাঁকে তোপ দাগা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লক্ষ্য করে। মূল তোপটি দাগেন কংগ্রেসের বিরোধী দলনেতা রাহুল গান্ধি। বিদেশে বাস করা দেশের মানুষের হয়ে শিরদাঁড়া সোজা করে দাঁড়ানোর ক্ষমতা নেই বলে বোঝাতে চেয়েছেন রাহুল।
একটি এক্সবার্তায় রায়বরেলির সাংসদ লিখেছেন, একজন দুর্বল প্রধানমন্ত্রী রয়েছেন ভারতে। রাহুল গান্ধি তাঁর ২০১৭ সালের একটি পোস্টকে রিপোস্ট করেছেন। যেখানে তিনি লিখেছিলেন, ভারতে একজন দুর্বল প্রধানমন্ত্রী রয়েছেন। সেই পোস্টের উপরেই তিনি এবার লিখেছেন, একজন দুর্বল প্রধানমন্ত্রী রয়েছেন ভারতে। তার সঙ্গে ট্রাম্পের নয়া ভিসা নীতি নিয়ে একটি খবর যুক্ত করে দিয়েছেন রাহুল গান্ধি। এদিকে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী মোদির। তিনি বলেন, জন্মদিনের শুভেচ্ছা ফোনের পরেই ভারতীয় রিটার্ন গিফ্টে ক্ষতবিক্ষত হচ্ছে। আপনার আবকি বার ট্রাম্প সরকার স্লোগানের বার্থ ডে রিটার্ন গিফ্ট এসে গিয়েছে। কংগ্রেস সাংসদ গৌরব গগৈ সমালোচনায় যোগ দিয়ে আরও একদফা লিখেছেন, আমেরিকা সরকারের নয়া ভিসা নীতি ভারতের উজ্জ্বল ও সেরা গুণী ভবিষ্যতের মুখে এক বিরাট ধাক্কা। আমেরিকায় এক মহিলা কূটনীতিককে অপমানের জবাবে মনমোহন সিংয়ের দৃঢ়তার কথা স্মরণ করিয়ে দিয়েছেন গগৈ। সরব বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসও।
একদিকে যখন সরব বিরোধীরা, তখনই নয়া ভিসা নীতি নিয়ে প্রচ্ছন্ন বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি? শনিবার গুজরাটের ভাবনগরে দাঁড়িয়ে খোলসা করে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ঘোষণা করেন, বিশ্ব মঞ্চে ভারতের কোনও বড় প্রতিপক্ষ নেই। বরং অন্যান্য দেশগুলির উপর ভারতের নির্ভরতাকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন তিনি। তোপ দাগেন কংগ্রেসকেও। তিনি বলেন, ভারতের প্রকৃত শত্রু হল ভারত অন্য দেশগুলির উপর নির্ভরশীল। একমাত্র আত্মনির্ভরতাই দিতে পারে অন্যদের দ্বারা ভারতকে তুচ্ছতাচ্ছিল্য করার জবাব।
– রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনায় ভারতের উপর ৫০ শতাংশ অতিরিক্ত শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। যা নিয়ে ইতিবাচক আলোচনা চলছে দুপক্ষের মধ্যে। তার মধ্যেই ট্রাম্প নয়া ভিসা নীতিতে বহু ভারতীয়র উপর সেদেশে চাকরি করার রাস্তায় কাঁটা বিছিয়ে দিয়েছেন। এই পরিস্থিতিতে মোদির প্রচ্ছন্ন বার্তা, আমেরিকার উপর নির্ভরশীলতার কারণেই আজ দুশ্চিন্তার মুখে পড়তে হচ্ছে দেশবাসীকে।
More Stories
বিদায় আসরানি, চলে গেলেন কিংবদন্তি কৌতুক-অভিনেতা
জম্মু-কাশ্মীরে নাশকতার ছক ভেস্তে দিল সেনা, গুলির লড়াইয়ে শহিদ এক জওয়ান
নরেন্দ্র মোদির সফরের আগে ফের উত্তপ্ত মণিপুর