সোমবার কালীপুজো হলেও শনিবার থেকেই শুরু হয়ে গিয়েছে ধনতেরাস। রবিবারও কেনাকাটার রেশ থাকবে। রবিবার মূলত মেঘলা আকাশ থাকবে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে। বৃষ্টির সম্ভাবনা হালকা হলেও আছে দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন চার জেলাতে এবং উত্তরবঙ্গের পার্বত্য তিন জেলাতে।সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৩ এবং ২৫ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে ।
উৎসবের মরশুমে বৃষ্টির সম্ভাবনা নেই। কালীপুজো থেকে ভাইফোটা পর্যন্ত আকাশ পরিস্কার থাকবে । সোমবার সকালের দিকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বাকি সময় রোদ ঝলমলে পরিষ্কার আকাশ। ফলে সন্ধ্যা থেকেই আতসবাজীর রোশনাইয়ে আলোকিত হবে আকাশ বাতাস।
দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন উত্তর দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি সম্ভাবনা। অন্য জেলার ক্ষেত্রে বৃষ্টিপাত না হলেও, মেঘলা থাকবে আকাশ। সোমবার আংশিক মেঘলা আকাশ হলেও মঙ্গলবার থেকে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ বৃষ্টির সম্ভাবনা নেই।
আবহাওয়া দফতর জানিয়েছে, কালীপুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত উৎসবের এই মরশুমে নতুন কোনও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা নেই। মেঘ কেটে গিয়ে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা যেতে পারে এবং ফিরবে ভোরের হেমন্তের আমেজও।
উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বৃষ্টি না হলেও আকাশ আংশিক মেঘলা থাকবে।
More Stories
মুখ্যমন্ত্রীর বাড়িতে পুজো চাঁদের হাঁট, কন্যাকে নিয়ে সামিল অভিষেকও
গাড়়ি ঘিরে তৃণমূলের বিক্ষোভ, প্রাণঘাতী হামলার দাবি শুভেন্দুর
বিএসএফের ব্য়র্থতা মেনেও অনুপ্রবেশ নিয়ে মমতার সরকারকে দুষলেন শাহ