কালীপুজোর উদ্বোধনে দক্ষিণ চব্বিশ পরগণার রায়দীঘিতে যাচ্ছিলেন শুভেন্দু অধিকারী। আর সেই রাস্তাতেই দফায় দফায় বিক্ষোভের মুখে পড়তে হল তাঁকে। মথুরাপুরে মহিলারা তাঁর কনভয়ের পাশে বিক্ষোভ দেখাতে থাকেন। তার জেরে শুভেন্দুর দেহরক্ষীরা ধাক্কা মেরে সরিয়ে দেয় মহিলাদের। আর তাতেই পরিস্থিতি গুরুতর হয়ে যায়। শুভেন্দু অধিকারীর গাড়ি আটকে বিক্ষোভে ফেটে পড়েন মহিলারা।
রবিবার রায়দিঘি বিধানসভার সাতঘরা এলাকায় কালীপুজোর উদ্বোধন করতে যাচ্ছিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু। দক্ষিণ বিষ্ণুপুর মোড়ে হঠাৎ বাধা। তৃণমূলের মহিলাকর্মীরা হাতে প্লাকার্ড নিয়ে রাস্তা ঘেরাও করেন।
‘বাংলার শ্রমিকদের উপর অত্যাচার বন্ধ করুন, তার পর রাজনীতি করুন’, ‘বাংলার গরিব মানুষের ঘরের টাকা দিন, তার পর রাজনীতি করুন, ১০০ দিনের টাকা দিন’ ইত্যাদি লেখা পোস্টার গলায় ঝোলানো ছিল।
সাধারণ মানুষের কোনও উত্তর দিতে না পেরে শেষে তাঁদেরই কাঠগড়ায় দাঁড় করানোর পন্থা নিয়েছেন বিরোধী দলনেতা। পুজোর উদ্বোধনে যাওয়ার আটকানোর চেষ্টা চালানো হয়েছিল বলে দাবি করেন তিনি। সেই অজুহাতেই একটি বিশেষ সম্প্রদায়ের উপর দোষ দেওয়ার চেষ্টা করেন তিনি।
শুভেন্দুর দাবি, তাঁর উপর প্রাণঘাতী হামলার চেষ্টা হয়েছে। তিনি বলেন, ‘‘এখানে তো রাজনৈতিক কর্মসূচি করতে আসিনি। ধর্ম পালন করতে এসেছিলাম। তার পরেও হামলা হচ্ছে। এ রাজ্যে হিন্দুদের ধর্মপালন করতে দেওয়া হচ্ছে না।”
More Stories
মুখ্যমন্ত্রীর বাড়িতে পুজো চাঁদের হাঁট, কন্যাকে নিয়ে সামিল অভিষেকও
কালীপুজো থেকে ভাইফোঁটায় থাকবে স্বস্তি! জানুন আবহাওয়ার আপডেট
বিএসএফের ব্য়র্থতা মেনেও অনুপ্রবেশ নিয়ে মমতার সরকারকে দুষলেন শাহ