সময় কলকাতা ডেস্ক, ২০ অক্টোবর: ” হাম আংরেজো কে জমানে কে জেলার হ্যায় “। শোলের এই বিখ্যাত এই বিখ্যাত ডায়লগ কে-ই বা ভুলতে পারে! যার মুখ থেকে এই ডায়লগ শোনা গিয়েছিল চলচ্চিত্রের পর্দায় তাঁকে আর দেখা যাবে না। তারার দেশে পাড়ি দিলেন তিনি। দীপাবলীর দিন প্রয়াত হলেন আসরানি।মেরে আপনে চলচ্চিত্র দিয়ে সত্তরের দশকে উত্থানের সময় থেকে ৩৫০ টি বেশি সিনেমার অভিনেতা যাকে মানুষ চেনেন মূলত কমেডিয়ান হিসেবে তিনি সোমবার চলে গেলেন। তাঁর প্রকৃত নাম গোবর্ধন আসরানি। ঋষিকেশ মুখোপাধ্যায়ের চলচ্চিত্রে তাঁকে ধারাবাহিক ভাবে তাঁকে দেখা গিয়েছে। চুপকে চুপকে বা বাবুর্চি সবকিছুতেই বিভিন্ন ধরনের চরিত্র তিনি ছিলেন স্বচ্ছন্দ।শেষ বয়সেও তার অভিনয় দক্ষতায় ভাটা পড়ে নি।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।সোমবার শোকের প্রহর বলিউড দুনিয়ার। চলে গেলেন তিনি,রেখে গেলেন বড় পর্দায় অজস্র ও অসংখ্য তাঁর অবিস্মরণীয় সাফল্যের মুহূর্তদের। সময় কলকাতার তরফে তাঁর প্রতি বিশেষ শ্রদ্ধার্ঘ্য।
বিদায় আসরানি, চলে গেলেন কিংবদন্তি কৌতুক-অভিনেতা

Oplus_131072
More Stories
জম্মু-কাশ্মীরে নাশকতার ছক ভেস্তে দিল সেনা, গুলির লড়াইয়ে শহিদ এক জওয়ান
ট্রাম্প প্রসঙ্গে কেন্দ্রকে ব্যঙ্গ রাহুল গান্ধির, ভিসা নীতি নিয়ে প্রচ্ছন্ন বার্তা মোদির
নরেন্দ্র মোদির সফরের আগে ফের উত্তপ্ত মণিপুর