আগামী বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে ভারত। সমতা ফেরানোর ম্যাচে বেশ কিছু পরিবর্তন করতে পারেন কোতচ গম্ভীর।
একটি সর্ব ভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, অ্যাডিলেড ওভালের ম্যাচে প্রথম এগারোয় সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে কুলদীপ যাদবের। তবে তাঁর জায়গায় কে বাদ পড়বেন, তা এখনও জানা যায়নি। ক্রিকেট মহলের একাংশের দাবি, দ্বিতীয় ওয়ানডে’তে কুলদীপ দলে আসবেন ওয়াশিংটন সুন্দরের জায়গায়। তবে, নীতীশ কুমার রেড্ডিকে বাদ দেওয়া হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।হর্ষিত রানার জায়গায় দলে ঢুকতে পারেন প্রসিদ্ধ কৃষ্ণ। ২৯ বছর বয়সি এই পেসার এখন পর্যন্ত ১৭টি ওয়ানডে’তে ২৯ উইকেট পেয়েছেন। গত আইপিএলে কর্নাটকের এই ক্রিকেটার সর্বোচ্চ উইকেট শিকার করেছিলেন।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি পোস্ট। তাতে দেখা যায় সিধুকে উদ্ধৃত করে লেখা, ‘ভারত যদি ২০২৭ বিশ্বকাপ জিততে চায়, বিসিসিআইয়ের উচিত যত তাড়াতাড়ি সম্ভব অজিত আগরকার এবং গৌতম গম্ভীরকে সরিয়ে দেওয়া। বিশ্বকাপে সফল হতে গেলে পূর্ণ সম্মানের সঙ্গে রোহিত শর্মার হাতে অধিনায়কত্ব তুলে দেওয়া উচিত।’
এদিকে গম্ভীরের দল নির্বাচন নিয়ে সমালোচনা করেছেন প্রাক্তন ক্রিকেটার আর অশ্বিন। নিজের ইউটিউব শো-এর মাধ্যমে গম্ভীরের কাছে অশ্বিন অনুরোধ করেন, যেন তিনি কম্বিনেশন বাছাইয়ের পুরনো পদ্ধতি থেকে বেরিয়ে এসে বোলিং বিভাগেও সমান গুরুত্ব দেন।
More Stories
ডার্বির হারের পরই বিস্ফোরণ, অস্কারকে নিশানা করে পদ ছাড়লেন সন্দীপ
কোন অঙ্কে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছাবে হরমনপ্রীতরা? জানুন অঙ্ক
অস্ট্রেলিয়ার কাছে হেরে রোহিত-বিরাটদের দায়ী করলেন গিল!