Home » ডার্বির হারের পরই বিস্ফোরণ, অস্কারকে নিশানা করে পদ ছাড়লেন সন্দীপ

ডার্বির হারের পরই বিস্ফোরণ, অস্কারকে নিশানা করে পদ ছাড়লেন সন্দীপ

আইএফএ শিল্ড ফাইনালে  মোহনবাগানের কাছে টাইব্রেকারে হেরেছে ইস্টবেঙ্গল । সেই ম্যাচের দুদিনের মধ্যেই লাল-হলুদের গোলকিপার কোচের  পদ ছাড়লেন সন্দীপ নন্দী।

ডার্বির পর ইস্টবেঙ্গল কোচ অস্কার বলেছিলেন কোচিং স্টাফের কথামতো গিলের জায়গায় দেবজিতকে নামানোর সিদ্ধান্ত ভুল হয়েছিল তার।মনে করা হচ্ছে সেখান থেকেই শুরু মনোমালিন্যর,এবার দেখার শেষ পর্যন্ত ম্যানেজমেন্ট হস্তক্ষেপ করে বিষয়টি সামলাতে পারে কিনা। সোমবার কালীপুজো। সুপার কাপ খেলার জন্য ইস্টবেঙ্গল গোয়ায় গিয়েছে। কোচ অস্কারের সঙ্গে সন্দীপের সাক্ষাৎ হয় গোয়ায় নামার পর। সেখান থেকেই বিতর্কের যাবতীয় সূত্রপাত।

ক্ষুব্ধ সন্দীপ জানান, “কোচ যেভাবে সবার সামনে এয়ারপোর্টে অসম্মান করল, তা একেবারেই মানা যায় না। এই বিদেশি কোচেরা এমন কিছু নয়, যাদের পায়ে জল দিতে হবে। আইএফএ শিল্ডে যে সিদ্ধান্ত নিয়েছিলাম, তার জন্য আমি ক্ষমা চেয়েছি। ম্যাচের পর বলেছি, পরেও ক্ষমা চেয়েছি।”

লাল হলুদ কোচ অস্কার প্রকাশ্যে বলেছিলেন, “সিদ্ধান্তটা ভুল ছিল। আমি সাপোর্ট স্টাফের কথা শুনে দেবজিৎকে নামিয়েছিলাম। এই সিদ্ধান্তটা নেওয়া ঠিক হয়নি। গিলকেই মাঠে রাখা উচিত ছিল। টাইব্রেকারে শট নেওয়া নিয়ে সিদ্ধান্ত প্লেয়ারদের উপর ছেড়েছিলাম। সবাইকে জিজ্ঞাসা করেছিলাম কে কে শট নিতে চায়। জয় আগ্রহ প্রকাশ করেছিল।”

About Post Author