Home » চেন্নাইয়িনের বিরুদ্ধে বড় জয়, সুপার কাপের প্লে অফের আশা জিইয়ে রাখল ইস্টবেঙ্গল

চেন্নাইয়িনের বিরুদ্ধে বড় জয়, সুপার কাপের প্লে অফের আশা জিইয়ে রাখল ইস্টবেঙ্গল

চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ৪-০ গোলে জয় পেয়ে সুপার কাপের প্লে অফের আশা জিইয়ে রাখল ইস্টবেঙ্গল। প্রথম থেকেই আগ্রাসী ফুটবলে চেন্নাইয়িনকে কোণঠাসা করে দেওয়ার পরিকল্পনা করেছিলেন ব্রুজো। মাঠে নেমে তাঁর পরিকল্পনা বাস্তবায়িত করলেন মহেশ সিংহ, মহম্মদ রাকিপ, মিগুয়েল, মহম্মদ রশিদ, সাউল ক্রেসপোরা। চেন্নাইয়িন আক্রমণাত্মক মেজাজে শুরু করলেও ইস্টবেঙ্গলের আগ্রাসী মনোভাবে সামনে রক্ষণাত্মক হতে বেশি সময় নেয়নি।

সিবিলে। ৩৫ মিনিটে নাওরেম মহেশ সিংয়ের ফ্রি-কিক থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। এর পর ৩৯ মিনিটে ব্যবধান বাড়ান বিপিন সিং।

প্রথমার্ধের সংযুক্তি সময়ে (৪৫+১ মিনিট) বিপিনের পা থেকে বেরিয়ে আসে দ্বিতীয় গোল। এবার চেন্নাইন এফসি-র দুর্বল ডিফেন্সের সুযোগ নিল ইস্টবেঙ্গল। মাঠের বাঁ-প্রান্ত ধরে বলটা বিপিনের কাছে পাঠানো হয়েছিল। বিপিন তাঁর বুটের সামনেটা খুলে দেন। নিখুঁত দক্ষতায় শটটা শেষ করেন।৩-০ ব্যবধানে এগিয়ে ব্রুজোর দল কিছুটা রক্ষণাত্মক হয়ে প্রতিআক্রমণ নির্ভর ফুটবলে চলে যায়।

চেন্নাইয়িন ফুটবলারেরা তেমন বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারেননি ইস্টবেঙ্গল বক্সে। তার মধ্যে তৈরি হওয়া গোলের সুযোগ কাজে লাগাতে পারেননি ইস্টবেঙ্গল ফুটবলারেরা। ৮৫ মিনিটে হিরোশি একটি দূরপাল্লার শট বারে লেগে ফেরে। তাঁর তিনিই দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে পেনাল্টি থেকে দলের হয়ে চতুর্থ গোল করেন।

About Post Author