সুপার কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার, জেএলএন ফতোরদা স্টেডিয়ামে ডেম্পোর মুখোমুখি হয় মোহনবাগান। ম্যাচের ফল ০-০। ডেম্পোর বিরুদ্ধে হোসে মলিনা ৪-৪-২ ছকে দল নামিয়েছিলেন। কিন্তু, গোল্ডেন ঈগলের ‘দূর্ভেদ্য’ ডিফেন্স তাঁর ছেলেরা ভাঙতে পারলেন না। সত্যি কথা বলতে কী, এই ম্য়াচে মোহনবাগানের তুলনায় ডেম্পোর খেলা অনেক বেশিই নজর কেড়েছে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই একাধিক পরিবর্তন করেন মোলিনা। নামান ম্যাকলারেনকে। তবে বিরতির পর শুরুটা ভাল করে ডেম্পো। একবার বিশালকে প্রশ্নের মুখে পড়তে হয়। কিন্তু বিপদ তৈরি হয়নি। দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটা গোলের নিশ্চিত সুযোগ পায় বাগান। কিন্তু তেকাঠিতে রাখতে পারেননি ম্যাকলারেন, পেত্রাতোস। দ্বিতীয়ার্ধের শুরুতেই সুযোগ বাগানের। কিন্তু আশিসের লম্বা পাস থেকে ম্যাকলারেনের শট বাইরে যায়।
সুপার কাপের প্লে অফের লড়াই জমে গেল। দু’টি করে ম্যাচের পর ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের পয়েন্ট ৪। গোল পার্থক্যে শীর্ষে ইস্টবেঙ্গল। দু’ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ডেম্পো। শেষ স্থানে চেন্নাইয়িন। ডেম্পোর বিরুদ্ধে বাগান ড্র করায় বেড়ে গেল ডার্বির গুরুত্ব। নক আউটে যাওয়ার সুযোগ রয়েছে ডেম্পোরও। তারা চেন্নাইয়িনকে হারিয়ে দিলে, ৫ পয়েন্টে পৌঁছে যাবে। ডার্বি ড্র হলে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের পয়েন্টও হবে ৫। তখন গোল পার্থক্য বড় ফ্যাক্টর হবে।
ন’বছর আগে ভারতীয় ফুটবলের মূলস্রোত থেকে সরে গিয়েছিল ডেম্পো। পাঁচবারের ভারতসেরা ক্লাব কয়েক বছর আগে শুরু করে প্রত্যাবর্তনের লড়াই। একটা-একটা ধাপ হয়ে আপাতত আই লিগে উঠে এসেছে তারা।


More Stories
সুপার কাপের মধ্যেই গোলাপি সাজে মোহনবাগান ক্লাব! নেপথ্যে কোন কারণ?
টিম ইন্ডিয়ার আগুন ধুয়ে দিল ক্যানবেরার বৃষ্টি
শ্রেয়সকে নিয়ে দিলেন বড় আপডেট, টি২০ সিরিজ নিয়ে আত্মবিশ্বাসী সূর্য