Home » শ্রেয়সকে নিয়ে দিলেন বড় আপডেট, টি২০ সিরিজ নিয়ে আত্মবিশ্বাসী সূর্য

শ্রেয়সকে নিয়ে দিলেন বড় আপডেট, টি২০ সিরিজ নিয়ে আত্মবিশ্বাসী সূর্য

বুধবার ক্যানবেরায় প্রথম টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে ভারত । তার আগে সাংবাদিক বৈঠকে সূর্যের ফর্ম নিয়ে প্রশ্ন ওঠে। জবাবে সূর্য বলেন, “প্রচুর পরিশ্রম করছি। আগেও করেছি। নেটে অনেক ক্ষণ ব্যাট করেছি। রান আসবেই। পরিশ্রমটাই আসল। আমি একটা করে ম্যাচ ধরে এগোচ্ছি। জানি একটা ম্যাচে রান পেলেই ছবিটা বদলে যাবে। আশা করছি এই সিরিজে রান করব।”

আগামী বছরের বিশ্বকাপের প্রস্তুতি থেকে শুরু করে জসপ্রীত বুমরাহ, নীতীশ রেড্ডি, শিবম দুবেদের নিয়ে কথা বলেছেন সূর্য। সূর্য জানিয়েছেন, অস্ট্রেলিয়া সিরিজকে টি২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসাবেই দেখছেন তাঁরা। সূর্যর কথায়, ‘এশিয়া কাপ থেকেই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছি। এমন নয় যে এশিয়ার বাইরে খেলতে এসেছি বলে অন্য কিছু ভাবব। এই সিরিজকেও বিশ্বকাপের প্রস্তুতি হিসাবেই দেখছি। আমাদের দলে খুব বেশি বদল হয় না। এশিয়ার বাইরেও দলের ভারসাম্য প্রায় একই রকম থাকে।’

টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়া পাবে জশ ইংলিসকে। চোটের জন্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারেননি তিনি। মার্শ বলেছেন, ‘‘ইংলিস পুরো ফিট। ওকে আমরা পাচ্ছি। নিঃসন্দেহে ইংলিসকে আমরা দলে চাই। ও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক জন ক্রিকেটার।

শ্রেয়স আইয়ারকে নিয়ে ভারতের টি২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, “আমার কথা হয়েছে ওর সঙ্গে। ওর চোটের কথা জানতে পেরেই ফোন করেছিলাম। কিন্তু পরে বুঝলাম ওর ফোন তো সঙ্গে থাকবে না। তাই ফিজিয়ো কমলেশ জৈনকে ফোন করি। উনি বলেন, শ্রেয়স স্থিতিশীল রয়েছে। গত দুই দিন ধরেই আমাদের সঙ্গে মেসেজের উত্তর দিচ্ছেন শ্রেয়স, আশা করছি সে ভালোই আছে।

About Post Author