পানিহাটিতে ‘NRC আতঙ্কে’ মৃত প্রদীপ করের বাড়িতে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাফ বললেন, প্রদীপ করের মৃত্যুর দায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের। স্লোগান তুললেন, জাস্টিস ফর প্রদীপ কর। প্রতিশ্রুতি দিলেন, প্রদীপ করের দোষীরা শাস্তি পাবেই।
মঙ্গলবার রাজ্যজুড়ে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার মাঝেই যখন তোলপাড় গোটা রাজ্য, তখনই সোদপুরের পানিহাটি থেকে উঠে আসে এক হৃদয় বিদারক ঘটনা। ঘর থেকে উদ্ধার হয় প্রদীপ করের ঝুলন্ত দেহ। উত্তর ২৪ পরগনার পানিহাটির মহাজাতি নগরের বাসিন্দা ছিলেন। মঙ্গলবার সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এরপরই প্রত্যক্ষদর্শীরা দাবি করেন, দেহের পাশে মিলেছে সুইসাইড নোট। তাতে নাকি লেখা ছিল, ‘আমার মৃত্যুর জন্য দায়ী এনআরসি’। স্বাভাবিকভাবেই বিষয়টা প্রকাশ্যে আসতেই কেন্দ্রের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, বিজেপির ভয় ও বিভাজনের রাজনীতির ফল এই মৃত্যু। মঙ্গলবারই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য গিয়েছিলেন মৃতের বাড়িতে, পৌঁছে গিয়েছিলেন নৈহাটির তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকও। বুধবার দুপুরে মৃত প্রৌঢ় প্রদীপ করের বাড়িতে পৌঁছন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মৃতের পরিজনদের সঙ্গে দেখা করেন তিনি। তাঁদের সমবেদনা জানানোর পাশাপাশি পাশে থাকার আশ্বাস দেন। সেখানেই সাফ জানান, প্রদীপ করের মৃত্যুর দায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের। স্লোগান তোলেন, জাস্টিস ফর প্রদীপ কর। প্রতিশ্রুতি দিলেন, প্রদীপ করের দোষীরা শাস্তি পাবেই।
যদিও লাগাতার হিন্দুত্বের জিগির তোলা বিজেপিকে মঙ্গলবারই তীব্র কটাক্ষ করেছিলেন অভিষেক। বুধবারও পানিহাটিতে দাঁড়িয়ে তিনি জানান, মৃত ওই ব্যক্তিও তো একজন সনাতনী। তারপরেই সার্টিফিকের্ট চাইলে বেঁধে রাখার নিদান দেন অভিষেক। সাফ বলেন, প্রচারে এলে বিজেপি নেতাদের বেঁধে রাখার হুঁশিয়ারি দেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ।


More Stories
কথায় আছে, নাম দিয়ে যায় চেনা ! দিদি ‘মমতা’ ভাই ‘নরেন্দ্র মোদি’
পানিহাটির পর কোচবিহার,SIR আতঙ্কে রাজ্যে আরও একজনের আত্মহত্যার চেষ্টার অভিযোগ
SIR ইস্যুতে বিজেপি এবং নির্বাচন কমিশনকে তুলোধনা অভিষেকের