সময় কলকাতা ডেস্ক, ২৯অক্টোবর : অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা। সারাবছর সারাদেশের তুলনায় কম বৃষ্টি হলেও অক্টোবরের শেষদিক থেকে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরাতে বৃষ্টি শুরু হয়। নভেম্বর মাসটাই প্রায় বৃষ্টিতে বৃষ্টিতে কেটে যায় অস্ট্রেলিয়া রাজধানীর। আর সেই ক্যানবেরাতেই নভেম্বর মাস ঠিক শুরুর আগে খেলা পড়েছিল ভারত আর অস্ট্রেলিয়ার। বৃষ্টিপাতের পূর্বাভাস ছিলই। বৃষ্টি হল আর সেই বৃষ্টিতে ধুয়ে গেল বুধবারের ভারত অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ।
টসে জিতে ভারতকে অস্ট্রেলিয়া ব্যাট করতে পাঠালে ভারতীয়রা দুর্দান্ত শুরু করে। শুরুতে ঝড় তোলেন অভিষেক শর্মা যদিও তিনি খুব বেশিক্ষণ টিকতে পারেননি। ম্যাচে যে ৫৮ টি বল খেলা হয়েছিল সেখানে প্রায় সারাক্ষন আগুন ঝরছিল ভারতীয় ব্যাটসম্যানদের ব্যাটে। শুভমান গিল, অভিষেক শর্মা ও সূর্য কুমার যাদবদের উইলো কাঠের ঝড়ে ছারখার হয়ে যাচ্ছিল অজি আক্রমণ।
বৃষ্টি এসে খেলায় পূর্ণ বিরতি জারি করার আগে ৯. ৪ ওভারে ৯৭ রান তুলে ফেলে। সূর্য কুমার যাদব ২৪ বলে ৩৯করে অপরাজিত থাকলেও এদিন সবচেয়ে বেশি আক্রমণাত্মক ছিলেন গিল। ২০ বলে ১৮৫ র স্ট্রাইক রেটে ব্যাট করলেন। ৩৭ রানে তিনি অপরাজিত থেকে যান। দ্বিতীয়বার বৃষ্টি নামার আগে ভারত পাঁচ বলে ২১ রান তুলে ফেলে। ভাগ্য দেবী সহায় ছিল না। বৃষ্টি বিমুখ না করলে হয়তো চাপে পড়ত অজিরা। এখন মেলবোর্নে শুক্রবার দ্বিতীয় ম্যাচের অপেক্ষা করা ছাড়া গতি নেই। কার্যত ভারত অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ চার ম্যাচের শৃঙ্খলায় পরিণত হল।।


More Stories
সুপার কাপের মধ্যেই গোলাপি সাজে মোহনবাগান ক্লাব! নেপথ্যে কোন কারণ?
শ্রেয়সকে নিয়ে দিলেন বড় আপডেট, টি২০ সিরিজ নিয়ে আত্মবিশ্বাসী সূর্য
ডেম্পোর বিরুদ্ধে আটকে গিয়ে ডার্বি জমিয়ে দিল মোহনবাগান